বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। মাত্র ৩১.২ ওভার ব্যাট করতে পেরেছে ভারতের তারকাখোচিত ব্যাটিং লাইন। (Photo Courtesy- AP)

Virat Kohli: ‘খেলাটা ছাড়বে কবে?’ দেশের এক নম্বর তারকাকে বিরাট প্রশ্ন! ভারত ৪৬-এ শেষ হতেই হইচই

বেঙ্গালুরু টেস্টে ভরাডুবি ভারতের তারকাখোচিত ব্যাটিং লাইনের। ব্যার্থ রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সবাই। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে ভারত অধিনায়কের ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। বিশেষ করে বিরাট কোহলি ফের একবার শূন্য রানে সাজঘরে ফেরেন। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ক্রিকেট ফ্যানেরা প্রশ্ন তোলেন ‘খেলাটা ছাড়বে কবে?’।

বেশ কিছু সময় ধরে নিজের চেনা ছন্দে নেই বিরাট কোহলি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে একেবারেই ছন্দে নেই প্রাক্তন ভারত অধিনায়ক। শুভমান গিল না খেলায় বেঙ্গালুরুতে ৩ নম্বরে নামেন বিরাট কোহলি। ৯ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। তিন ব্যাটিং করে বিরাট কোহলি সাত ইনিংসে ১৬.১৬ গড়ে রান করেছেন। এই সময়ে তার সর্বোচ্চ স্কোর ৪১ রান।

বিরাট এর আগে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন, যা আবারও বেঙ্গালুরু টেস্টে পুনরাবৃত্তি হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল হন বিরাট কোহলি। একের পক এক পোস্টে কোহলির অবসরের দাবি জানান নেটিজেনরা। নতুন জায়গা ছেড়ে দেওয়ারও দাবি তুলেছেন অনেক।

আরও পড়ুনঃ IND vs NZ: ব্যাটিং ভরাডুবির সঙ্গে খারাপ ফিল্ডিং! বেঙ্গালুরু টেস্টে কোণঠাসা টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, বেঙ্গালুর টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। যা দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৮০ রানে ৩ উইকেট। ১৩৪ রানে এগিয়ে। তৃতীয় দিনে দ্রুত অলআউট না করতে পারলে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাবে ভারতের।