Tag Archives: Social Media

Viral Video: চাকরির ইন্টারভিউতে নাচতে বলা হল যুবতীকে! এক ঘর লোকের সামনে একী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও

নয়া দিল্লি: পড়াশুনো শেষ করে সকলেই একটা ভাল চাকরি পেতে চান! বেশিরভাগ মানুষ চাকরি পেতে চান! আকু সরকারি চাকরির জন্য তৈরি হন! আবার কেউ কেউ বড় প্রাইভেট কোম্পানিতে কাজ খোঁজেন! আমাদের দেশে বহু বড় বড় কোম্পানি রয়েছে, যেখানে কাজ করাটা বহু মানুষের স্বপ্ন! আর চাকরি পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয়! তার জন্য দরকার সিভি বা বায়োডাটা! বায়োডাটায় নিজের সম্পর্কে লেখাটা কিন্তু একটা আর্ট! আপনার আবেদন পত্রেই ফুটে ওঠে আপনার পরিচয়! সেখানে আপনার পড়াশুনো থেকে শুরু করে আপনার কী পছন্দ সব লিখতে হয়!

আর এই বায়োডাটা বা সিভি বানাতে গিয়ে আমরা নিজেদের হবিও লিখি! এই যেমন কেউ বই পড়তে ভালবাসেন। কেউ বেড়াতে যেতে, কেউ আবার গান গাইতে ভালবাসেন। তেমনই কেউ হয়ত নাচতে ভালবাসেন! কেউ সিনেমা দেখতে ভালবাসেন। নানা রকম হবি কিন্তু আমরা দেখতে পাই চাকরির আবেদন পত্রে! তবে এই আবেদন পত্রে হবিতে ‘নাচ’ লেখায় চরম বিপদে পড়তে হল এক যুবতীকে! সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার হয়েছে, যা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। চরম নিন্দার মুখে পড়েছেন ওই কোম্পানির ইন্টারভিউ নিচ্ছিলেন যারা! আবার যে মেয়েটি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তার প্রশংসায় পঞ্চমুখ বহু নেটিজেন। ঠিক কী ঘটেছে?

একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান যুবতী! সেখানে অনেক জন বসে আছেন, যারা মেয়েটির ইন্টারভিওউ নিচ্ছিলেন। ওই যুবতীর ‘হবি’তে লেখা আছে, সে নাচ করতে ভালবাসে। আর যাবে কোথায়, সেখানে থাকা যারা ইন্টারভিউ নিচ্ছিলেন, তারা মেয়েটিকে সকলের সামনে নাচ করতে বলেন! মেয়েটি সেখানেই ‘ভাগ মিলখা ভাগ’ ছবির গান ‘ও রঙ্গরেজ’ গানে নাচ করেন! ছোট্ট জায়গায় সুন্দর করে নৃত্য পরিবেশন করেন! বোর্ড মিটিংয়ে অনলাইনেও ছিলেন উচ্চ পদস্থ ব্যক্তিরা! নাচ শেষে সকলেই হাততালিতে ভরিয়ে দেন!

আরও পড়ুন:  ভোটের রেজাল্ট হোক বা অন্য কারণ, রাগ কমান! না হলে মৃত্যৃও হতে পারে! জানুন টিপস

এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়! কেউ লেখেন নাচ দেখেই কী চাকরি দেওয়া হল। আবার কেউ লিখেছেন, বায়োডাটাতে হবি লেখার আগে সাবধান, করে দেখাতে হতে পারে! আবার কেউ লিখেছেন, যে সিনেমা দেখে, তাকে কী সিনেমা দেখানো হত এই ইন্টারভিউতে। বহু মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। তুমুল ভাইরাল এই ভিডিও। তবে মেয়েটি চাকরি পেয়েছে কী পায়নি সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি!

Viral News: অন্ধকার সুনসান রাস্তায় সজোরে থাপ্পড় পথচারীদের; সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে ভয়ে কাঁটা নেটিজেনরা

বেঙ্গালুরু: এক ভয়াবহ চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। দুই স্কুটার আরোহীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুললেন এক ব্যক্তি। এমনকী নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তিনি। সাবরেডিট ব্যাঙ্গালোর-এ ওই ভয়ঙ্কর ঘটনা ব্যাখ্যা করে লিখেছেন @avi1299 নামে এক ব্যবহারকারী। ওই ব্যক্তি লিখেছেন যে, কোরামঙ্গলা এলাকায় তিনি এবং তাঁর বন্ধুরা মিলে রাত ৯টা ৩০ মিনিট নাগাদ একটি শো দেখতে যাচ্ছিলেন। কোনও গাড়িতে না চেপে তাঁরা হেঁটেই গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন। তবে তাঁরা জানতেন না, তাঁদের জন্য কোন বিপদ অপেক্ষা রয়েছে!

আরও পড়ুনঃ লিফটে ঢুকে কিশোরীকে কামড়, কুকুর-হানার নয়ডার ভিডিও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

ওই ব্যক্তি বলেন, “সেকেন্ড ক্রস রোড এবং সেভেন্টিন্থ এফ মেন রোডের মাঝামাঝি জায়গা দিয়ে হাঁটার সময় আমার মনে হয় কেউ যেন আচমকাই সজোরে আমায় থাপ্পড় মারল। বিষয়টা বোঝার জন্য আশপাশে তাকাই। দেখতে পাই, স্কুটি চেপে দুজন ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। তারা যেন কোনও প্র্যাঙ্ক করার চেষ্টা করছিল। তারা কারা তা শনাক্ত করার চেষ্টা করতে গিয়ে দেখি তাদের আমি চিনি না।”

কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকেনি। ওই দুই আগন্তুক পালিয়ে তো যায়ইনি, বরং সেখানে ঝামেলা করতে শুরু করে। ওই ব্যবহারকারী আরও লেখেন, “স্কুটার থেকে নেমে কন্নড় ভাষায় চিৎকার শুরু করে। আমায় ফের থাপ্পড় মারতে আসে। কিন্তু আমি সরে যাই। আমরা অনেকটা দূর থেকেই তাঁদের মুখ থেকে মদের গন্ধ পাচ্ছিলাম।” শুধু তা-ই নয়, ওই ব্যবহারকারী আরও বলেন, “আমরা যেহেতু ওঁদের দিকে তাকিয়েছিলাম, তাই আমাদের কন্নড় ভাষায় জিজ্ঞাসা করে, আমার দিকে তাকিয়ে থাকার সাহস হয় কী করে? এরপর আমার চোখ থেকে চশমা ছিনিয়ে নিয়ে বলে, এবার কী করে দেখবে তুমি। এরপর চিৎকার করতে শুরু করে, আমি একাই একশো। তোমাদের সকলকে দেখে নেব।” এভাবেই ওই ব্যবহারকারী এবং তাঁর বন্ধুদের ক্রমাগত লাঞ্ছনা করে গিয়েছে ওই হামলাকারী। আগন্তুকদের এহেন উস্কানিমূলক কার্যকলাপেও ঝামেলায় জড়াতে চায়নি ব্যবহারকারীদের বন্ধুদের দলটি।

এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে। তবে পুলিশের কাছে ঘটনার বিষয়ে অভিযোগ জানালেও তারা জানায় যে, ওই হামলাকারীরা সম্ভবত সংলগ্ন এলাকার বস্তির বাসিন্দা। ওই ব্যবহারকারী শেষে জানান, “আমি জানি না যে, এক্ষেত্রে আমরা কী ভুল করেছিলাম! কিংবা আমাদের সেখানে কী করা উচিত ছিল! কিন্তু আমরা প্রত্যেককে পরামর্শ দেব যে, এসব থেকে দূরে থাকুন আর সতর্ক থাকুন। কারণ আপনারা জানতেও পারবেন না কখন আপনার নিগ্রহকারীরা ঘণ্টা প্রতি ৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসবে।”

Trending in India: বহুতল থেকে পড়ে গেল একরত্তি শিশু, তারপরই ঘটল মিরাকল! এই ভিডিও গোটা দেশে ঝড় তুলেছে

চেন্নাই: ভয়াবহ ভিডিও এল সামনে। ভিডিও দেখেই শিউরে উঠছেন অনেকেই। ৮ মাসের একরত্তি বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল। পড়ে গিয়েছিল আরও উপর থেকে। এক চুল এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত চরম ঘটনা! কিন্তু কথায় বলে, রাখ হরি মারে কে! বাস্তবে ঘটলও যেন তাই।

জানা গিয়েছে, চেন্নাইয়ের একটি আবাসনের চার তলা থেকে পড়ে গিয়েছিল আট মাসের ওই শিশু! আর পড়ে গিয়ে আটকে ছিল দোতলার টিনের কার্নিশে। সেই দৃশ্য দেখেই ছুটে আসেন আবাসিকরা। শিশুটিকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়লেন আবাসিকরা। রবিবার চেন্নাইয়ের আভাদি এলাকার একটি আবাসনে এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি News 18 Bangla ডিজিটাল। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? জানা গিয়েছে, ছোট্ট শিশুটিকে তার মা রম্যা বারান্দায় দুধ খাওয়াচ্ছিলেন। সেই সময়ই কোনও ক্রমে ফসকে যায় শিশুটি।

পুলিশ সূত্রের খবর, মা যখন দুধ খাওয়াচ্ছিলেন তখনই বাচ্চাটি পড়ে যায়। ভিডিও এবং উদ্ধারের ঘটনাটি সত্যি বলেই জানিয়েছে পুলিশ। তবে তাঁরা কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাননি। শিশুটি সুস্থ আছে বলে জানা গিয়েছে। তবে, ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

Crime News: সোশ‍্যাল মিডিয়ায় আলাপ তারপর…! বাংলার ভয়ঙ্কর সেই ঘটনায় ৪ বছরের জেল, জানুন

কলকাতাঃ ইনস্টাগ্রামে ‘মহিলা’ সেজে নাবালিকাকে ব্ল্যাকমেলিং, দোষীর হল ৪ বছরের কারাবাস এবং ৬ লক্ষ জরিমানা। মেয়েটি নাবালিকা, ক্লাস এইটের ছাত্রী। বাসিন্দা কালিম্পঙয়ের। এক সোশ‍্যাল মিডিয়ার মাধ্যমে ২০২২ সালে তাঁর আলাপ হয় আর এক মহিলার সঙ্গে। মহিলার সোশ‍্যাল মিডিয়া অনুসারে মহিলা সুইডেনের নাগরিক। নাবালিকার সঙ্গে এই মহিলার আলাপ ক্রমে গভীর হয়। নিজের কিছু ব্যক্তিগত ছবি ওই মহিলার সঙ্গে শেয়ার করে নাবালিকা।

আরও পড়ুনঃ কলকাতায় মেট্রো স্টেশনের টয়লেট-দোকানগুলিতে এবার বিরাট সুবিধা! লাখ-লাখ যাত্রীর চিন্তা শেষ

কিছুদিন পরে হঠাৎই ওই মহিলা জানান, তিনি আদৌ মহিলা নন। তিনি আসলে পুরুষ। তাঁর সুইডেননিবাসী এক ঘনিষ্ঠ বান্ধবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তিনি কিছুদিন ধরে ব্যবহার করছেন বান্ধবীর থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে।নাবালিকা মেয়েটি তো সব শুনে আকাশ থেকে পড়ল। এবং এর পর শুরু হল ওই অ্যাকাউন্ট থেকে ভয় দেখানো এবং টাকা চাওয়া। না দিলে ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি। ইনস্টাগ্রামে ওই অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েও রেহাই মিলছিল না, একাধিক আইডি থেকে চলছিল ব্ল্যাকমেলিং। নাবালিকা অসুস্থ হয়ে পড়েছিল আতঙ্কে।

নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট, POCSO (Protection of Children from Sexual Offences) আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়। কালিম্পং পুলিশের সাইবার থানার আই.সি রাজকুমার মালাকারের উপর দায়িত্ব পড়ে তদন্তের।

প্রযুক্তি-প্রহরার মাধ্যমে দ্রুতই রাজকুমার চিহ্নিত করেন অভিযুক্তকে। যাঁর নাম অশ্বিনী চতুর্বেদী, বয়স ২৩, বাড়ি ছত্তিশগড়ের দুর্গ জেলায়। এই অশ্বিনীকে ছত্তিশগড়ের বাড়ি থেকেই গ্রেফতার করে আনেন রাজকুমার এবং তাঁর সহকর্মীরা। খুব তাড়াতাড়িই জমা পড়ে চার্জশিট। মামলার রায় বেরিয়েছে দিনকয়েক হল। অপরাধীকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। সঙ্গে ছয় লক্ষ টাকার আর্থিক জরিমানা।

North 24 Parganas News: স্কুলের নির্দেশে ডিলিট শতাধিক ছাত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সমর্থনে অভিভাবকরা

উত্তর ২৪ পরগনা: বিদ্যালয়ে পড়লে ব্যবহার করা যাবে না কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতের ঐতিহ্যবাহী কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার জারি করা নির্দেশিকা ঘিরে কয়েকদিন আগে তৈরি হয়েছিল চরম বিতর্ক। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে জোর চর্চা চলতে দেখা যায়। তবে এবার প্রধান শিক্ষিকার এই সিদ্ধান্তকে একেবারে সঠিক সিদ্ধান্ত বলে দাবি জানালেন অভিভাবকেরাই।

জানা গিয়েছি ইতিমধ্যেই প্রায় শতাধিক ছাত্রী সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছে তাদের অ্যাকাউন্ট। নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে তার স্ক্রিনশট পাঠিয়েছে প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্তকে। স্কুলের এই নির্দেশ মানছেন অভিভাবকরাও।

আরও পড়ুন Digha: ৩ দিনের টানা ছুটি, দোলের সৌজন্যে দিঘায় প্রচুর ভিড়, দেখুন ভিডিও

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণির ৭০ জন ছাত্রী ফেসবুক, ইনস্টাগ্রাম ডিলিট করে দেওয়ার তথ্য দিয়েছে। দ্বাদশ শ্রেণির ২০ ও নবম, দশম মিলিয়ে ১০ জন ছাত্রী অ্যাকাউন্ট ডিলিট করেছে বলে স্কুলের তরফে জানানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকার এমন সিদ্ধান্তের পর থেকে ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে কড়া হয়েছেন অভিভাবকেরাও।

প্রধান শিক্ষিকাও জানাচ্ছেন, কন্যাসম ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্তগ্রহণ। স্কুলের জারি করা নির্দেশিকার পর ছাত্রী ও অভিভাবকদের এমন ভূমিকায় খুশির স্কুল কর্তৃপক্ষ।

Rudra Nrayan Roy

Knowledge Questions : বলুন তো কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করে? উত্তর শুনলে অবাক হবেন

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের কম বেশি সকলেরই আগ্রহ আছে। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন। এমন অভ্যাস যে কোনও মানুষের জন‍্যই খুব ভাল।
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের কম বেশি সকলেরই আগ্রহ আছে। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
এমন অভ্যাস যে কোনও মানুষের জন‍্যই খুব ভাল।
তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়। একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে।
তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে।
তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে।
তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে।
বর্তমানে সকলেই সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করা। কিন্তু প্রশ্ন হল পৃথিবীর কোন দেশের লোক সবথেকে বেশি সময় সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করে?
বর্তমানে সকলেই সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করা। কিন্তু প্রশ্ন হল পৃথিবীর কোন দেশের লোক সবথেকে বেশি সময় সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করে?
উত্তর হল ফিলিপাইন( philippines) দেশের লোক সবথেকে বেশি সময় সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করে। সমীক্ষা অনুসারে, গড়ে একদিনে তাঁরা ৪ঘণ্টা ৬ মিনিট সময় সোশ‍্যাল মিডিয়াতে ব‍্যয় করেন।
উত্তর হল ফিলিপাইন( philippines) দেশের লোক সবথেকে বেশি সময় সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করে। সমীক্ষা অনুসারে, গড়ে একদিনে তাঁরা ৪ঘণ্টা ৬ মিনিট সময় সোশ‍্যাল মিডিয়াতে ব‍্যয় করেন।
World of Statistics-এর সমীক্ষা অনুসারে, ভারত এই লিষ্টে ১৪তম স্থানে আছে। সোশ‍্যাল মিডিয়াতে ভারতীয়দের গড় সময় ২ঘণ্টা ৩৬মিনিট।
World of Statistics-এর সমীক্ষা অনুসারে, ভারত এই লিষ্টে ১৪তম স্থানে আছে। সোশ‍্যাল মিডিয়াতে ভারতীয়দের গড় সময় ২ঘণ্টা ৩৬মিনিট।

 

 

Fraud Alert: সাবধান! সোশ্যাল মিডিয়ায় একাধিক বন্ধুদের মেসেজ করে টাকা চাইছেন ‘এই’ ব্যাক্তি!

পশ্চিম মেদিনীপুর: তিনি মহকুমা শাসক, তিনি নাকি সামাজিক মাধ্যমে একাধিক বন্ধুদের মেসেজ করে টাকা চাইছেন! শুনতে অবিশ্বাস্য হলেও এটাই ঠিক। তবে তিনি আসল মহকুমা শাসকই নয়, তার ছবি ব্যবহার করে কেউ বা কারা ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক ব্যক্তির কাছে আসবাবপত্র বিক্রির নাম করে টাকা চাইছেন। যা ঘিরে শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। তবে সকলকে সচেতন ও সজাগ হওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং মহকুমা শাসক।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস। এক দুবার নয়, একাধিকবার তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বহু মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। যা নিয়ে তিতিবিরক্ত তিনি। তবে সকলের কাছে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: টাকা পয়সা নিয়ে আর চিন্তা নেই! এবার এই গাছই আপনাকে করবে মালামাল

প্রসঙ্গত প্রায় দশ বারেরও বেশি বার সুমন বিশ্বাসের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমে কেউ বা কারা বন্ধু পাতিয়ে মেসেজ করে টাকা চাইছে। তাদের খপ্পরে পড়ে কেউ গাঁটের কড়িও হারিয়েছেন। তবে তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বর্তমান সময়ে প্রতারকেরা কোনও প্রতিষ্ঠিত ব্যক্তির নামে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে অন্যান্য বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে টাকা চাইছে। কখনও শারীরিক অসুস্থতার নাটক, আবার কখনও পুরনো কোন আসবাবপত্র বিক্রির কথা বলে টাকা দাবি করছে। মহকুমা শাসক জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও কাজ করেননি। তবে কোনও আধিকারিক সাধারণত মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কিংবা আসবাবপত্র বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়ার পর বিক্রি করে দিয়ে যান না। তাই এই ধরনের কোন মেসেজ গেলে সচেতন হতে হবে সবাইকে।

আরও পড়ুন: তিন মাস আগে নয় ! ট্রেনে ওঠার কয়েক ঘন্টা আগেই এই উপায়ে কেটে নিতে পারবেন কনফার্ম টিকিট!

এছাড়াও কোনও প্রতিষ্ঠিত ব্যক্তি নামে অ্যাকাউন্ট খুলে কেউ টাকা চাইলে, তৎক্ষণাৎ তার কতগুলি প্রোফাইল আছে তা জানা জরুরি। সেক্ষেত্রে পরিষ্কার না হতে পারলে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দরকার।

প্রতারকদের বর্তমান টার্গেট বিভিন্ন প্রতিষ্ঠিত পুলিশ, আধিকারিক, আমলারা। সেক্ষেত্রে অন্যান্য সাধারণ মানুষ অতি সহজেই বিশ্বাস করে তাদের দেওয়া নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়ে দেন।

তাই এই ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

রঞ্জন চন্দ

আপনার অজান্তেই হ্যাক হয়ে যাচ্ছে না তো Social Media অ্যাকাউন্ট!

বর্তমানে কর্ম ব্যস্তময় জীবন সকলের। দিন রাতের ছোটাছুটিতে হাতের সময় নেই বললেই চলে। তবে আমরা হাতে যেটুকু সময় পাই সেই সময়টা কাটাই সোশ্যাল মিডিয়া অথবা পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক।

আপনার অজান্তেই হ্যাক হয়ে যাচ্ছে না তো Social Media ! কীভাবে মিলবে রেহাই জানুন

বর্তমানে কর্ম ব্যস্তময় জীবন সকলের। দিন রাতের ছোটাছুটিতে হাতের সময় নেই বললেই চলে। তবে আমরা হাতে যেটুকু সময় পাই সেই সময়টা কাটাই সোশ্যাল মিডিয়া অথবা পরিবারের সঙ্গে।
বর্তমানে কর্ম ব্যস্তময় জীবন সকলের। দিন রাতের ছোটাছুটিতে হাতের সময় নেই বললেই চলে। তবে আমরা হাতে যেটুকু সময় পাই সেই সময়টা কাটাই সোশ্যাল মিডিয়া অথবা পরিবারের সঙ্গে।
সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। বন্ধুদের সঙ্গে গল্প করার পাশাপাশি নিজের পছন্দের বিভিন্ন কন্টেন্ট তুলে ধরার সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে। কিন্তু বিভিন্ন সময় অনেকেই ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়ার অভিযোগ তোলেন। যা সত্যিই চিন্তার। কারণ কোনও কারণে ফেসবুক প্রোফাইল হ্যাক হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে।
সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। বন্ধুদের সঙ্গে গল্প করার পাশাপাশি নিজের পছন্দের বিভিন্ন কন্টেন্ট তুলে ধরার সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে। কিন্তু বিভিন্ন সময় অনেকেই ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়ার অভিযোগ তোলেন। যা সত্যিই চিন্তার। কারণ কোনও কারণে ফেসবুক প্রোফাইল হ্যাক হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে।
ফেসবুক অ্যাপে রয়েছে একটি বিশেষ ফিচার। যার মাধ্যমে আপনার একাউন্ট হ্যাক হয়েছে কিনা বুঝতে পারবেন। ফেসবুক অ্যাপের সেটিংস অপশনে রয়েছে Where you are Logged in অপশন। সেখান থেকে বুঝতে পারবেন আপনার নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কোনও ডিভাইস থেকে আপনার প্রোফাইল লগ ইন করা হচ্ছে কিনা। এবং যদি কোনও অপরিচিত ডিভাইস দেখতে পান তাহলে তা লগ আউটও করে দিতে পারবেন সেইখান থেকেই।
ফেসবুক অ্যাপে রয়েছে একটি বিশেষ ফিচার। যার মাধ্যমে আপনার একাউন্ট হ্যাক হয়েছে কিনা বুঝতে পারবেন। ফেসবুক অ্যাপের সেটিংস অপশনে রয়েছে Where you are Logged in অপশন। সেখান থেকে বুঝতে পারবেন আপনার নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কোনও ডিভাইস থেকে আপনার প্রোফাইল লগ ইন করা হচ্ছে কিনা। এবং যদি কোনও অপরিচিত ডিভাইস দেখতে পান তাহলে তা লগ আউটও করে দিতে পারবেন সেইখান থেকেই।
যদি কোনো কারণে আপনার সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে কি কি করণীয়!এই বিষয়ে সাইবার ক্রাইম এর আইনজীবী সুরজিৎ সিনহা আমাদের জানান \"যারা আপনার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে তারা মূলত হ্যাক করার পর আপনার ছবি ব্যবহার করে একই নামে অন্য একটি অ্যাকাউন্ট খুলে আপনার পরিচিত ব্যক্তিদের ভুলভাল বার্তা পাঠাচ্ছেন। যদি এটা আপনারা বুঝতে পারেন তাহলে তৎক্ষণাৎ ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।আপনারা অনলাইন এর মাধ্যমে সাইবার ক্রাইম দফতরে অভিযোগ জানাতে পারবেন।
যদি কোনো কারণে আপনার সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে কি কি করণীয়!এই বিষয়ে সাইবার ক্রাইম এর আইনজীবী সুরজিৎ সিনহা আমাদের জানান \”যারা আপনার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে তারা মূলত হ্যাক করার পর আপনার ছবি ব্যবহার করে একই নামে অন্য একটি অ্যাকাউন্ট খুলে আপনার পরিচিত ব্যক্তিদের ভুলভাল বার্তা পাঠাচ্ছেন। যদি এটা আপনারা বুঝতে পারেন তাহলে তৎক্ষণাৎ ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।আপনারা অনলাইন এর মাধ্যমে সাইবার ক্রাইম দফতরে অভিযোগ জানাতে পারবেন।
অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানোর ক্ষেত্রে WWW.CYBER CRIME.COM.IN এ গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। অথবা 1930 এই নম্বরে ফোন করেও আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন।
অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানোর ক্ষেত্রে WWW.CYBER CRIME.COM.IN এ গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। অথবা 1930 এই নম্বরে ফোন করেও আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন।
এছাড়াও ফেসবুকে সেটিং একাউন্ট এ গিয়ে লোকেশন হিস্ট্রি চালু রাখলে ফেসবুক আপনার অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তবে সেটি চালু থাকলে হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকলে তার অবস্থানও লিপিবদ্ধ হয়ে যাবে। কোনো অবস্থান অপরিচিত ঠেকলে ধরে নিতে পারেন অন্য কেউ আপনার অ্যাকাউন্ট প্রবেশ করেছে।লোকেশন হিস্ট্রি কেবল অ্যাপ থেকে দেখা যায়।
এছাড়াও ফেসবুকে সেটিং একাউন্ট এ গিয়ে লোকেশন হিস্ট্রি চালু রাখলে ফেসবুক আপনার অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তবে সেটি চালু থাকলে হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকলে তার অবস্থানও লিপিবদ্ধ হয়ে যাবে। কোনো অবস্থান অপরিচিত ঠেকলে ধরে নিতে পারেন অন্য কেউ আপনার অ্যাকাউন্ট প্রবেশ করেছে।লোকেশন হিস্ট্রি কেবল অ্যাপ থেকে দেখা যায়।
ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে ওপরের ডান কোনা থেকে আড়াআড়ি তিনটি রেখাযুক্ত আইকনে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘প্রাইভেসি শর্টকাটস’ নির্বাচন করুন। এরপর যেতে হবে ম্যানেজ ইয়োর লোকেশন সেটিংস > লোকেশন হিস্ট্রি > ভিউ ইয়োর লোকেশন হিস্ট্রি।
ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে ওপরের ডান কোনা থেকে আড়াআড়ি তিনটি রেখাযুক্ত আইকনে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘প্রাইভেসি শর্টকাটস’ নির্বাচন করুন। এরপর যেতে হবে ম্যানেজ ইয়োর লোকেশন সেটিংস > লোকেশন হিস্ট্রি > ভিউ ইয়োর লোকেশন হিস্ট্রি।

Chandni Bhabhda: আলিয়া ভাটকে মিমিক্রি করে জনপ্রিয়তা! অক্ষয় কুমারের ফ্ল্যাট কিনলেন তরুণী সোশ্যাল মিডিয়া তারকা

মুম্বই: আলিয়া ভাটকে নকল করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন চাঁদনি ভাভড়া। এ বার এই সোশ্যাল মিডিয়া তারকা স্পর্শ করলেন নতুন মাইলফলক। মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন ২৪ বছর বয়সি এই তরুণী। তাও আবার যে সে কোনও ফ্ল্যাট নয়। সংবাদমাধ্যমে প্রকাশ, মুম্বইয়ের অন্ধেরীতে চাঁদনি যে ফ্ল্যাট কিনেছেন, এর আগে তার মালিক ছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় গৃহপ্রবেশের ছবি শেয়ার করেছেন চাঁদনি। অনুরাগীরা শুভেচছা জানিয়েছেন তাঁকে। রাজস্থানি লোকশিল্পের ঘরানায় নতুন বাড়ি সাজাতে চান তিনি।

গৃহপ্রবেশের দিন কনটেন্ট ক্রিয়েটর চাঁদনি পরেছিলেন গোলাপি রঙের শাড়ি। রীতি ও ঐতিহ্য পালন করে সব নিয়ম তিনি অনুসরণ করেন নিষ্ঠা ভরে। মুম্বাদেবীর মন্দিরে পুজো দেওয়ার ছবিও শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশন দিয়েছন ‘‘২৫ বছর বয়সের কমেই বাড়ি কিনলাম। প্রতি মাসে দিচ্ছি ইএমআই।’’

আরও পড়ুন : আলমারিতে পলাশফুল রাখুন এভাবে, কোনওদিন টাকার অভাব টের পাবেন না…জানুন পলাশফুলের জ্যোতিষ উপকারিতা

অন্যান্য কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা যেমন মিথিলেশ পটঙ্কর, কুণাল ছাবরিয়া, ধর্না দুর্গা, পালক সিন্ধওয়ানি, দীক্ষা খুরানা, জয় কাপুর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদনিকে। ইনস্টাগ্রাম স্টোরিতে চাঁদনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর অনুরাগীদের। কৃতিত্বের শরিক হয়ে স্মরণ করেছেন বাবা, মা-সহ পুরো পরিবারকে। জানিয়েছেন তাঁরাও মেয়ের সাফল্যে গর্বিত।

 

 

View this post on Instagram

 

A post shared by Chandni Bhabhda 🧿 (@chandnimimic)

বলিউডের বিভিন্ন তারকাকে নকল করে দেখান চাঁদনি। সবথেকে বেশি জনপ্রিয় হল আলিয়া ভাটকে মিমিক্রি করে দেখানো। ‘কনস্টেবল গিরাপড়ে’ কমেডি শো-এও তাঁকে দেখা গিয়েছে। বলিউডের ছবিতেও অভিনয় করার ইচ্ছে আছে তাঁর। জানিয়েছেন বিদেশে বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রশমিত করে তিনি নতুন বাড়ির জন্য টাকা জমিয়ে গিয়েছেন।