শহরের ব্যস্ত রাস্তায় ব্যাপক জলস্রোত।

West Bardhaman News : অকল্পনীয় দৃশ্য! বর্ষা বিদায়ের পরেও প্রবল বর্ষণে জলমগ্ন শহরের রাজপথ থেকে অলিগলি

গত বুধবার রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শহর দুর্গাপুর। দুর্গাপুর পুরসভার অন্তর্গত একাধিক ওয়ার্ড জলমগ্ন। অলিগলির ভেতর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল জনস্রোত।
গত বুধবার রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শহর দুর্গাপুর। দুর্গাপুর পুরসভার অন্তর্গত একাধিক ওয়ার্ড জলমগ্ন। অলিগলির ভেতর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল জনস্রোত।
প্রবল বৃষ্টিতে দুর্গাপুর এনআইটি সংলগ্ন রাস্তায় প্রচুর পরিমাণে জমেছে জল। যে কারণেই যানবাহন চলাচল করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে।
প্রবল বৃষ্টিতে দুর্গাপুর এনআইটি সংলগ্ন রাস্তায় প্রচুর পরিমাণে জমেছে জল। যে কারণেই যানবাহন চলাচল করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে।
দুর্গাপুর ৫৪ ফুটের তপোবন এলাকা ভারী বৃষ্টিতে জলমগ্ন। এলাকায় ছ'টির মত গাড়ি কার্যত জলের তলায় ডুবে রয়েছে। বুক সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
দুর্গাপুর ৫৪ ফুটের তপোবন এলাকা ভারী বৃষ্টিতে জলমগ্ন। এলাকায় ছ’টির মত গাড়ি কার্যত জলের তলায় ডুবে রয়েছে। বুক সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
রাতের টানা বৃষ্টি পাতে দুর্গাপুর ২৪ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পার্ক, ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক এলাকা জলমগ্ন। এলাকার বহু বাড়িতে জল ঢুকেছে নষ্ট হয়েছে আসবাবপত্র থেকে খাবার।
রাতের টানা বৃষ্টি পাতে দুর্গাপুর ২৪ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পার্ক, ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক এলাকা জলমগ্ন। এলাকার বহু বাড়িতে জল ঢুকেছে নষ্ট হয়েছে আসবাবপত্র থেকে খাবার।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরের মূল রাস্তায় এমন জলস্রোত তারা খুব বেশি দেখেননি। সকাল আটটা পর্যন্ত ভারী বৃষ্টির ফলে অনেকেই কাজে বের হতে পারেননি। সবমিলিয়ে এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত শহরের একটা বড় অংশ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরের মূল রাস্তায় এমন জলস্রোত তারা খুব বেশি দেখেননি। সকাল আটটা পর্যন্ত ভারী বৃষ্টির ফলে অনেকেই কাজে বের হতে পারেননি। সবমিলিয়ে এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত শহরের একটা বড় অংশ।