খেলা IND vs NZ: আর কতগুলি ম্যাচ জিতলে ভারতের WTC Final-এর টিকিক হবে পাকা? হারলে কী হবে অঙ্ক! রইল পুরো হিসেব Gallery October 21, 2024 Bangla Digital Desk নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট হারতে হয়েছে ভারতীয় দলকে। আট উইকেটে জিতে রোহিত শর্মার দলকে জোর ধাক্কা দিয়েছে কিউইরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা কতটা কঠিন হল? তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরশুমে এখনও সাতটি ম্যাচ বাকি রয়েছে ভারতীয় দলের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ২টি ও অস্ট্রেলিয়া সফরে ৫টি টেস্ট। ফলে কঠিন লড়াই। অন্য কোনও দলের ফলাফলের উপর নির্ভর না করে ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই ৭টি ম্যাচের মধ্যে জিততে হবে ৫টি টেস্ট। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট জিততে পারলে রাস্তা কিছুটা সহজ হবে ভারতের। তা না হলে অস্ট্রেলিয়া সফরে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বর্তমানে প্রথম স্থানে থেকে ভারতের জয়ের শতকরা ৬৮.০৬, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার জয়ের হার ৬২.৫০, তৃতীয় স্থানে শ্রীলঙ্কার জয়ের শতকার ৫৫.৫৬। ফলে ভারত যদি একাধিক ম্যাচ হারে তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। ভারত, অস্ট্রেলিয়া ছাড়া শ্রীলঙ্কা রয়েছে দৌড়ে। তবে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। সেখানে গিয়ে সব ম্যাচ শ্রীলঙ্কা জিততে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে কোনও অঙ্ক নিয়ে না ভেবে ভারতের নিজেদের ৫টি ম্যাচ জিতলেই হবে।