বড় যোগদান তৃণমূলে

TMC Joining: উপনির্বাচনের আগেই তৃণমূলে বড় যোগদান! ভাঙল বিজেপি, কে এমন যোগ দিলেন শাসক দলে?

আলিপুরদুয়ার: প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার শাসক দলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল নাগরাকাটায়। সেখানেই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন মেরিনা।

উল্লেখ্য, জন বার্লার বোন এতদিন জলপাইগুড়ির এসটি মোর্চার জেলা সভাপতি ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হন মেরিনা। বিজেপির অন্দরে গুঞ্জন ছিল, এই উপনির্বাচনে বিজেপির থেকে টিকিট পাবেন বলে আশা করেছিলেন মেরিনা। কিন্তু টিকিট না পেতেই তৃণমূলে যোগ দিলেন তিনি। লোকসভা ভোটে জন বার্লাকেও টিকিট দেয়নি বিজেপি।

আরও পড়ুন: তেঁতুল মোটেই পছন্দ না? একটু খেলেই সুগার আর কোলেস্টেরলে কী হয়, জানলে আজই কিনে আনবেন

মেরিনা অবশ্য দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তিনি তৃণমূলে যোগ দিলেন। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, দল থেকে এতদিনে তিনি কোনও সহযোগিতা পাননি। এদিকে এই সিদ্ধান্তের সঙ্গে তাঁর দাদা জন বার্লার কোনও যোগ নেই বলে স্পষ্ট করেছেন মেরিনা।

আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের অন্যতম দুই কেন্দ্র হল – সিতাই, মাদারিহাট। উত্তরবঙ্গে বিজেপির মাটি শক্ত থাকলেও গত বিধানসভা ভোটে সেখানে থাবা বসিয়েছিল তৃণমূল।