আলোয় ফুটেছে দেশনায়ক

Independence Day 2024: ইলেকট্রিক আলোয় ফুটে উঠেছে দেশনায়ক নেতাজির পোর্ট্রেট, স্বাধীনতা দিবসের আগে বড় উদ্যোগ

হাওড়া: এই বছর ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হবে সারা দেশ জুড়ে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু | ভারতের স্বাধীনতা-অর্জন আন্দোলনের এক অতি-উজ্জ্বল ও মহান চরিত্র। আর ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের এই মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পোর্ট্রেট বাড়ির ছাদে ১৮-২০ ফুট জায়গায় স্ট্রিং লাইটে ফুটিয়ে তুলেছেন। যা করতে সময় লেগেছে ৭-৮ ঘণ্টা। মহান দেশনেতা সুভাষ চন্দ্র বসুকে সকলের সামনে তুলে ধরতেই তাঁর এই অনন্য পোর্ট্রেট তৈরি বলে জানান সৌরভ সামন্ত।

আরও পড়ুন: সাইকেল চালিয়ে শহর ঘুরছেন পুরসভার চেয়ারম্যান, কারণ জানলে অবাক হবেন

বাগনানের সৌরভ গণিতে স্নাতক। সৌরভ লেখাপড়া এবং পারিবারিক ব্যবসা সামাল দিয়ে অবসর সময় ভালবাসেন ছবি আঁকতে। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৫ অগস্ট। এই দিনে ২০০ বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের সম্মান জানানোরও দিন।

সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি নেতা, যুগে যুগে বাঙালিদের জন্য সর্বত্র যিনি অনুপ্রেরণার উৎস হয়ে থেকেছেন। তাঁর অনুরাগীদের কাছে সুভাষ চন্দ্র বসু ছিলেন ‘নেতাজি’| প্রায় সাত থেকে আট ঘণ্টার প্রচেষ্টায় শিল্পী এই স্ট্রিং লাইটের পোর্ট্রেট তৈরি করেছেন যা এক কথায় অনবদ্য।

রাকেশ মাইতি