পড়াশোনার গুণগত মান, শিক্ষক- শিক্ষার্থীদের কর্ম কুশলতা, গবেষণা এবং সার্বিক গুণগত মান বিচারে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার এবার স্থান করে নিল ভারতের প্রযুক্তি বিদ্যার সেরা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর।

NIRF Ranking 2024: এগিয়ে এল IIT খড়গপুর, পিছোল যাদবপুর! NIRF ২০২৪-এর র‍্যাঙ্কিংয়ে বিরাট চমক

পড়াশোনার গুণগত মান, শিক্ষক- শিক্ষার্থীদের কর্ম কুশলতা, গবেষণা এবং সার্বিক গুণগত মান বিচারে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার এবার স্থান করে নিল ভারতের প্রযুক্তি বিদ্যার সেরা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর।
পড়াশোনার গুণগত মান, শিক্ষক- শিক্ষার্থীদের কর্ম কুশলতা, গবেষণা এবং সার্বিক গুণগত মান বিচারে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার এবার স্থান করে নিল ভারতের প্রযুক্তি বিদ্যার সেরা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর।
NIRF র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে আইআইটি খড়্গপুর, পিছিয়ে গেল যাদবপুর। সোমবার (১২ অগাস্ট)-ই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করা হয়েছে।
NIRF র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে আইআইটি খড়্গপুর, পিছিয়ে গেল যাদবপুর। সোমবার (১২ অগাস্ট)-ই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করা হয়েছে।
NIRF- 2024 (National Institutional Ranking Framework 2024) অনুযায়ী সার্বিক ভাবে (NIRF Overall Ranking 2024) দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ধরে রেখেছে আইআইটি মাদ্রাজ। এবার সেই তালিকায় এক ধাপ উন্নতি করে এবার ষষ্ঠ স্থানে আছে আইআইটি খড়্গপুর। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকাতেও এবার এক ধাপ এগিয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।
NIRF- 2024 (National Institutional Ranking Framework 2024) অনুযায়ী সার্বিক ভাবে (NIRF Overall Ranking 2024) দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ধরে রেখেছে আইআইটি মাদ্রাজ।
এবার সেই তালিকায় এক ধাপ উন্নতি করে এবার ষষ্ঠ স্থানে আছে আইআইটি খড়্গপুর। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকাতেও এবার এক ধাপ এগিয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।
সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় গত বছরের মতো এবারও প্রথমেই রয়েছে মাদ্রাজ আইআইটি (IIT Madras। তারপর রয়েছে যথাক্রমে দিল্লি, বম্বে, কানপুর এবং খড়গপুর। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা, গবেষণা-সহ একাধিক বিষয়ের নিরিখে কেন্দ্রে শিক্ষা মন্ত্রকের গবেষণা এবার ষষ্ঠ স্থানে উঠে এসেছে আইআইটি খড়গপুর।
সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় গত বছরের মতো এবারও প্রথমেই রয়েছে মাদ্রাজ আইআইটি (IIT Madras। তারপর রয়েছে যথাক্রমে দিল্লি, বম্বে, কানপুর এবং খড়গপুর। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা, গবেষণা-সহ একাধিক বিষয়ের নিরিখে কেন্দ্রে শিক্ষা মন্ত্রকের গবেষণা এবার ষষ্ঠ স্থানে উঠে এসেছে আইআইটি খড়গপুর।
উল্লেখ্য যে, ২০২১ ও ২০২২ সালে সার্বিক ভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানেই ছিল আইআইটি খড়্গপুর। তবে, গতবার (NIRF Ranking 2023) 'সপ্তম' স্থানে (Rank-7) চলে গিয়েছিল ভারতের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান। পুনরায় ষষ্ঠ স্থানে ফিরে এসেছে বিশ্বের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য যে, ২০২১ ও ২০২২ সালে সার্বিক ভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানেই ছিল আইআইটি খড়্গপুর। তবে, গতবার (NIRF Ranking 2023) ‘সপ্তম’ স্থানে (Rank-7) চলে গিয়েছিল ভারতের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান। পুনরায় ষষ্ঠ স্থানে ফিরে এসেছে বিশ্বের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
মাদ্রাজ ও খড়্গপুর আইআইটি-র মাঝে থাকা দেশের বাকি ৪-টি শিক্ষা প্রতিষ্ঠান হল যথাক্রমে- ২) আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru- Indian Institute of Science, Bengaluru); ৩) বোম্বে আইআইটি (IIT Bombay); ৪) দিল্লি আইআইটি (IIT Delhi); ৫) কানপুর আইআইটি (IIT Kanpur)। ষষ্ঠ স্থানে আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। (রঞ্জন চন্দ)
মাদ্রাজ ও খড়্গপুর আইআইটি-র মাঝে থাকা দেশের বাকি ৪-টি শিক্ষা প্রতিষ্ঠান হল যথাক্রমে- ২) আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru- Indian Institute of Science, Bengaluru); ৩) বোম্বে আইআইটি (IIT Bombay); ৪) দিল্লি আইআইটি (IIT Delhi); ৫) কানপুর আইআইটি (IIT Kanpur)। ষষ্ঠ স্থানে আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। (রঞ্জন চন্দ)