হাওডার গ্রামে আনা হয়েছে মৃতদেহ

Indian Army Died: বাড়িতে ফোনে কথা বলে কাশ্মীরের সেনাছাউনিতে কী এমন ঘটল? বাংলার গ্রামে কফিন ফিরল বরুণ দাসের

হাওড়া: কাশ্মীর থেকে সেনার দেহ এসে পৌঁছল গ্রামে। গ্রামের ছেলেকে শেষ দেখা দেখতে মানুষের ঢল! কাশ্মীরের সেনা ছাউনি থেকে উদ্ধার সেনার নিথর দেহ। ১৯ বছরের চাকরি জীবনের এভাবে ইতি, মানতে পারছে না পরিবার। পরিবারের সঙ্গে কথার কিছুক্ষণ পরেই মৃত্যুসংবাদ।

রবিবার সকালে ভারতীয় সেনা জোয়ান বরুণ দাসের দেহ এসে পৌঁছয় গ্রামে। শোকে কাতর গোটা গ্রাম, কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও কন্যা। রহস্যজনক ভাবে মৃত্যু উদয়নারায়ণপুরের কানুপাট মনশুকা গ্রাম পঞ্চায়েতের জয়নগরের ৩৯ বছর বয়সের বরুণ দাস নামে ওই জওয়ানের।

আরও পড়ুন: ‘বিজেপির থেকে সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে NIA’, বড় চক্রান্ত ফাঁস কুণাল-চন্দ্রিমার

উদয়নারায়ণপুরের জয়নগরের বাসিন্দা বরুণ দাসের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। শুক্রবার দুপুরে পরিবারের সঙ্গে কথা বলার ৩-৪ ঘন্টা পর বাড়িতে আসে মৃত্যুসংবাদ। শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ। সূত্র মারফত জানা যায়, আত্মঘাতী হয়েছেন সেনা বাহিনীতে কর্মরত বরুণ দাস। পরিবারের দাবি, মৃত্যুর তিন ঘন্টা আগে বরুণবাবু পরিবারের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: অনলাইনে পাসপোর্টের নাম এবং ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে? জেনে নিন ধাপে ধাপে, খুব সহজ নিয়ম

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টা নাগাদ মেয়ের স্কুল সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। তবে সে সময় কথায় কোনও রকম অসংগতি বা সমস্যা জানা যায়নি। তার কয়েক ঘণ্টা পর সেনা কন্ট্রোল রুম থেকে ফোন এলে রীতিমতো অবাক হয়ে যান। সেখান থেকেই সেনা বরুণ দাসের মৃত্যুসংবাদ জানানো হয়। ১৯ বছর সেনাবাহিনীতে কর্মরত বরুণ দাস। এক সপ্তাহ আগেই পদোন্নতি হয় বরুণবাবুর। তার পর এমন বিস্ময়কর ঘটনা। মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। এইভাবে আকস্মিক মৃত্যু মানতেই পারছেন না পরিবার-পাড়া প্রতিবেশী ও গ্রামের মানুষ।

রাকেশ মাইতি