PUBG নিষিদ্ধ অ্যাপ-তালিকায় নেই, জেনেই TikTok আসক্তদের নিয়ে রসিকতা শুরু ট্যুইটারে!

সোমবার রাতে সম্ভবত অনলাইন গেম প্রেমী বহু ভারতীয় রাতে সাধ্যমতো এলাহি ভোজের আয়োজন করলেন৷ অন্তত পাতে না হলেও, মনে তো অবশ্যই ফূর্তির শেষ নেই৷ যার প্রতিফলন ট্যুইটারে তুমুল রসিকতা৷ কথা হচ্ছে, TikTok বনাম PUBG৷ দুটোই প্রায় সমান জনপ্রিয় ভারতে৷ গেমারদের কাছে PUBG সেরা৷ আবার ভিডিও প্রেমীদের কাছে TikTok যথেষ্ট জনপ্রিয়৷

সোমবার সন্ধ্যায় TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করতেই, সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েন PUBG ব্যবহারকারীরা৷ প্রথমে অনেকেই ভেবেছিল, PUBG হয়তো চিনা অ্যাপ৷

পরে দেখা যায়, PUBG চিনা অ্যাপ নয়৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেন গেমাররা৷ শুরু হয়ে গিয়েছে মিম৷ ট্যুইটারে TikTok ব্যবহারকারীদের উদ্দেশে চরম রসিকতা শুরু করেছেন নেটিজেনরা৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷ নিষিদ্ধ হওয়া এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷

PUBG তৈরি করেছেন ব্রেনডেন গ্রিনে নামে এক ব্যক্তি৷ তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা৷ ফলে চিনা অ্যাপ তালিকায় স্বাভাবিক ভাবেই PUBG নেই৷