প্রতিকী ছবি

Indian Railways: গ্রেফতার হলেন রেলের সাফাই কর্মী, কারণটা কী? জানলে অবাক হবেন

জলপাইগুড়ি: রেল যাত্রীর সঙ্গে অভব্য আচরণ এবং রেল যাত্রীর জুতো হারিয়ে যাওয়ার অভিযোগে এক সাফাই কর্মীকে গ্রেফতার করল রেল পুলিশ। RFP সুত্রে জানা গেছে, গৌহাটি গামী নর্থ ইস্ট এক্সপ্রেসের বাতানুকূল কামড়ার এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে সাফাই কর্মীকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে জলপাইগুড়ি রোড স্টেশন থানার রেল পুলিশ।

অভিযোগ আজ সকালে নর্থ ইস্ট এক্সপ্রেসের এসি কামড়া ময়লা হয়েছিল। এক যাত্রী অভিযোগ করেন সাফাই কর্মীকে বলা হয় পরিষ্কার করবার জন্য কিন্তু সেই সাফাই কর্মী ইনজামুল হক যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে ও সাফাই-এর অছিলায় তাঁর জুতো ট্রেন থেকে ফেলে দেয়। ইনজামুল আসামের রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন- চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইনজামুল। তিনি বলেন আমি কামড়া সাফাই করেছি। তাও আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন, যাত্রীর অভিযোগের ভিত্তিতে আমরা সাফাই কর্মী ইনজামুল হককে গ্রেফতার করেছি। তারপর তদন্ত বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুরজিৎ দে