KKR Pat Cummins : প্যাট কামিন্সকে আবার দলে নেওয়ার সম্ভাবনা উস্কে দিলেন নাইট কোচ ম্যাককালাম

#কলকাতা: আইপিএল নিলামে নামার আগে পকেটে রয়েছে ৪৮ কোটি টাকা। কিন্তু হিসাব করে প্রয়োজন মতো দল গড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেকেআর শিবিরের কাছে। এমনিতে এবার আইপিএলের মেগা নিলামের আগে চার খেলোয়াড়কে রিটেন করেছে কেকেআর – আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার। সেক্ষেত্রে নিলামে একাধিক পেসার লাগবে কেকেআরের। সেক্ষেত্রে পুরনো ভরসা তথা বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কামিন্সের জন্য ঝাঁপাতে পারে নাইট বাহিনী।

আরও পড়ুন – Kiyan Nassiri : কিয়ানের মাথা ঘুরে যাবে না, পা মাটিতেই থাকবে বলছেন বাবা জামশিদ নাসিরি

সরাসরি নিলামের কোনও কৌশল ফাঁস করলেন না। তবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিলেন যে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের জন্য আইপিএলের নিলামে ঝাঁপানো হতে পারে। যিনি দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মন্তব্য করেছেন নাইট কোচ।

কেকেআরে ফেসবুক পেজে ‘আইপিএল অকশন নাইট লাইভ’ অনুষ্ঠানে ম্যাককালামকে প্রশ্ন করা হয়, নিলামের টেবিলে তিনি কেমন? তিনি কি বেপরোয়া? অর্থাৎ যে খেলোয়াড়কে নেবেন বলে ভেবে রেখেছেন, তাঁর জন্য একেবারে অল-আউট আক্রমণে যান? জবাবে ম্যাককালাম বলেন, আমার মনে হয় না যে আমি বেপরোয়া। তবে যে খেলোয়াড়দের ক্ষেত্রে আমি মনে করি যে তাঁদের দলে নেওয়া সত্যিই ভাল, তাঁদের ক্ষেত্রে বেপরোয়া হয়ে যাই।

সবাই পরিকল্পনা করি। গবেষণা করে থাকি। দ্বিতীয় বা তৃতীয় বিকল্পও থাকে তাতে। তবে কখনও কখনও কোনও খেলোয়াড়ের জন্য একেবারে অল-আউট আক্রমণে যান বলে জানান ম্যাককালাম। যেমন ২০১৯ সালের মিনি নিলামে হয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়ার টেস্ট দলের বর্তমান অধিনায়ক কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় নিয়েছিল কেকেআর।

যিনি অতীতেও কেকেআরের জার্সি পরেছিলেন। সেই রেশ ধরে শনিবার নাইট কোচ বলেন, কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রে অবশ্য আপনি বেপরোয়া হয়ে ওঠেন। প্যাট কামিন্সের মতো আমরা কয়েকজন খেলোয়াড়ের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে দিয়েছিলাম। আমরা ওকে নিয়েছিলাম। আমার মতে, সেটা খুল ভাল চাল ছিল। কেউ কেউ বলবেন, কামিন্সের থেকে যেরকম পারফরম্যান্সের আশা করা হয়েছিল, সেরকম পারেনি। আমার সেটা মনে হয় না।

তিনটি দিক (বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং) থেকেই দুর্দান্ত ও ছিল। পরিসংখ্যানগত দিয়েও ও দলের মধ্যে অন্যতম সেরা ছিল। দলের ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্থানীয় ছেলেদের ওরকম আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা খেলোয়াড় ছিল। ওর অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিল।

এরকম খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ। প্যাট কামিন্স কেকেআর ফ্র্যাঞ্চাইজির মানসিকতা খুব ভাল বোঝে। তাছাড়া ভারতের মাটিতে আইপিএল হলে ওর পরিসংখ্যান দেখার মত। বিদেশি পেসারদের উপমহাদেশের উইকেটে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে লাইন লেন্থ পরিবর্তন করতে হয়, সেটা কামিন্স সবচেয়ে ভাল জানে।