আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম দুইয়ে থাকা দল ফাইনালে ওঠার দুটি করে সুযোগ পাবে। এক ও দুই নম্বরে থাকা দল প্রথমে কোয়ালিফায়ার খেলবে। যে জিতবে সরাসরি ফাইনাল।

IPL 2024: ব্যাটারদের তাণ্ডবে আইপিএলে ছক্কার হল এমন রেকর্ড, যা এর আগে হয়নি

এবার আইপিএলে ব্যাটাররা এমন তাণ্ডব করছে  যা থামাতে কালঘাম ছুটছে বোলারদের। হচ্ছে অসংখ্য হাইস্কোরিং ম্যাচ। তৈরি হচ্ছে একের পর এক রেকর্ডও।
এবার আইপিএলে ব্যাটাররা এমন তাণ্ডব করছে যা থামাতে কালঘাম ছুটছে বোলারদের। হচ্ছে অসংখ্য হাইস্কোরিং ম্যাচ। তৈরি হচ্ছে একের পর এক রেকর্ডও।
এবার আইপিএলের ছক্কা মারার ক্ষেত্রে হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলে কোনও দিন ঘটেনি। এই রেকর্ডই বলে দিচ্ছে কতটা দাপট ব্যাটারদের।
এবার আইপিএলের ছক্কা মারার ক্ষেত্রে হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলে কোনও দিন ঘটেনি। এই রেকর্ডই বলে দিচ্ছে কতটা দাপট ব্যাটারদের।
সবথেকে কম বলে ও কম ম্যাচে এবারের আইপিএলে হাজার ছয় হয়েছে। ৫৭ তম ম্যাচে ১৩,০৭৯ বলে এবারের আইপিএলে হাজার ছক্কার নজির গড়েছে।
সবথেকে কম বলে ও কম ম্যাচে এবারের আইপিএলে হাজার ছয় হয়েছে। ৫৭ তম ম্যাচে ১৩,০৭৯ বলে এবারের আইপিএলে হাজার ছক্কার নজির গড়েছে।
এর আগে আইপিএলের মাত্র ২ বার মরশুমে হাজার ছক্কার রেকর্ড হয়েছে। ২০২২ সালে ১৬,২৬৯ বলে হাজার ছক্কা হয়েছিল। ২০২৩ সালে লেগেছিল ১৫,৩৯০ বল।
এর আগে আইপিএলের মাত্র ২ বার মরশুমে হাজার ছক্কার রেকর্ড হয়েছে। ২০২২ সালে ১৬,২৬৯ বলে হাজার ছক্কা হয়েছিল। ২০২৩ সালে লেগেছিল ১৫,৩৯০ বল।
তবে এবার ছয়ের নিরিখে আইপিএলের সব রেকর্ড ভাঙতে চলেছে। মোট ৭৪টি ম্যাচ হবে এবারের আইপিএলে। ফলে আইপিএলের এক মরশুমে ১১২৪টি রেকর্ড ভাঙা এবার শুধু সময়ের অপেক্ষা।
তবে এবার ছয়ের নিরিখে আইপিএলের সব রেকর্ড ভাঙতে চলেছে। মোট ৭৪টি ম্যাচ হবে এবারের আইপিএলে। ফলে আইপিএলের এক মরশুমে ১১২৪টি রেকর্ড ভাঙা এবার শুধু সময়ের অপেক্ষা।