মুম্বই ম্যাচ জিতে প্লে-অফের লক্ষ্যে আরও একধাপ এগোতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়ার-গৌতম গম্ভীরদের। তবে এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হবে কেকেআরকে। একটি পরিবর্তন অবশ্যম্ভাবী।

KKR vs CSK: কারা থাকল আর কে পড়ল বাদ? সিএসকে ম্যাচে কেকেআরের একাদশে মহাচমক! জেনে নিন বিস্তারিত

সানারাইজার্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সানারাইজার্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করলেও সোমবার চিপকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরশুমের প্রথম ৩ ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর ৩ অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া রেকর্ড হাতছানি নাইটদের সামনে।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করলেও সোমবার চিপকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরশুমের প্রথম ৩ ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর ৩ অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া রেকর্ড হাতছানি নাইটদের সামনে।
দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনও চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে। পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবিহকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনও চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে। পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবিহকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন আংক্রিশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন আংক্রিশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ঘরের মাঠে জয়ের ফিরতে মরিয়া রুতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ঘরের মাঠে জয়ের ফিরতে মরিয়া রুতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে, মইন আলি, ড্যারিল মিচেল,  শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিসা পাথিরানা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে, মইন আলি, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিসা পাথিরানা।