KKR vs RCB: আরসিবির বিরুদ্ধে কেকেআরের জয়ের ৫ নায়ক! এরা না থাকলে হাসি ফুটত না ফ্যানেদের

ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই জয়ে ৫ তারকার গুরুত্বপূ্ণ অবদান রয়েছে। তা না হলে এই জয় সম্ভবই হত না। (Photo Courtesy- IPL X)
ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই জয়ে ৫ তারকার গুরুত্বপূ্ণ অবদান রয়েছে। তা না হলে এই জয় সম্ভবই হত না। (Photo Courtesy- IPL X)
ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং: আরসিবির বিরুদ্ধে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন ফিল সল্ট। দলের ভিতটা গড়ে দিয়েছিলেন তিনিই। ১৪ বলে ৪৮ রান করেন সল্ট। ৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।  (Photo Courtesy- IPL X)
ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং: আরসিবির বিরুদ্ধে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন ফিল সল্ট। দলের ভিতটা গড়ে দিয়েছিলেন তিনিই। ১৪ বলে ৪৮ রান করেন সল্ট। ৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। (Photo Courtesy- IPL X)
শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরি: ব্যাটিংয়ের সময় মাঝে যখন একটু চাপে পড়েছিল কেকেআর সেই সময় অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এই মরশুমের প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি।   (Photo Courtesy- IPL X)
শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরি: ব্যাটিংয়ের সময় মাঝে যখন একটু চাপে পড়েছিল কেকেআর সেই সময় অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এই মরশুমের প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি। (Photo Courtesy- IPL X)
রমনদীপ সিংয়ের স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং: স্লগ ওভারে একটা সময় মনে হয়েছিল কেকেআরের ২০০-র মধ্যেই আটকে যাবে। কিন্তু স্লগ ওভারে ছোট হলেও কার্যকরী ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন রমনদীপ সিং। ২টি ছয় ও ২টি চার মারেন তিনি।   (Photo Courtesy- IPL X)
রমনদীপ সিংয়ের স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং: স্লগ ওভারে একটা সময় মনে হয়েছিল কেকেআরের ২০০-র মধ্যেই আটকে যাবে। কিন্তু স্লগ ওভারে ছোট হলেও কার্যকরী ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন রমনদীপ সিং। ২টি ছয় ও ২টি চার মারেন তিনি। (Photo Courtesy- IPL X)
দুরন্ত বোলিং রাসেলের: ব্যাটে হাতে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ২৭ রান করলেও খুব একটা তাণ্ডব চালাতে পারেননি। কিন্তু সেই খামতি বোলিংয়ে মিটিয়ে দেন রাসেল। ৩ ওভারে ২৫ রান দিয়ে উইল জ্যাক, রজত পাতিদার ও দীনেশ কার্তিকের মত ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন রাসেল।   (Photo Courtesy- IPL X)
দুরন্ত বোলিং রাসেলের: ব্যাটে হাতে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ২৭ রান করলেও খুব একটা তাণ্ডব চালাতে পারেননি। কিন্তু সেই খামতি বোলিংয়ে মিটিয়ে দেন রাসেল। ৩ ওভারে ২৫ রান দিয়ে উইল জ্যাক, রজত পাতিদার ও দীনেশ কার্তিকের মত ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন রাসেল। (Photo Courtesy- IPL X)
সুনীল নারিনের অনবদ্য বোলিং: এদিন কেকেআরের বোলিং লাইনের অন্যান্য বোলাররা যেখানে অনেক বেশি রান খরচ করেছে। সেখানে সুনীল নারিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। একই ওভারে ক্যামেরন গ্রিন ও মহিপাল লোমরোরকে আউট করে কেকেআরের ম্যাচে ফেরান তিনি।  (Photo Courtesy- IPL X)
সুনীল নারিনের অনবদ্য বোলিং: এদিন কেকেআরের বোলিং লাইনের অন্যান্য বোলাররা যেখানে অনেক বেশি রান খরচ করেছে। সেখানে সুনীল নারিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। একই ওভারে ক্যামেরন গ্রিন ও মহিপাল লোমরোরকে আউট করে কেকেআরের ম্যাচে ফেরান তিনি। (Photo Courtesy- IPL X)