আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস হারের পরই হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাদের বিদায় হয়ে গেল।

MI vs PBKS: বিফলে গেল শশাঙ্ক-আশুতোষের লড়াই, পঞ্জাবকে ৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই

সিএসকে ম্যাচের ধাক্কা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হয় পঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে পঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ইশান কিশান ৮ করে আউট হন। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচে ফেরে মুম্বই। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ফেরেন ৩৬ রান করে। তবে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন স্কাই।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৩ বলে ৭৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। এরপর একদিক থেকে তিল বর্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১০, টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ে পঞ্জাবের। দলের ৫০ রানের আগে পঞ্জাবের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। স্যাম কুরান, প্রভসিমরন সিং, রিলে রসু, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মা কেউ বড় রান পাননি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ হারা পঞ্জাব ধরে নিয়েছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

এরপর শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পঞ্জাব। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। এরপর আশুতোষ শর্মা একার হাতে টানেন দলকে। বিধ্বংসী ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাকে সঙ্গ দেন হরপ্রীত ব্রার। কিন্তু আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ রান করে আউট হতেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই।