এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী / মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।

KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।