সিএসকের বিরুদ্ধে হারের ফলে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকার যে দৌড়ে ছিল কেকেআর তাতে বড় ধাক্কা খেতে হয়েছে। রাজস্থান রয়্যালস সাময়ীক সময়ের জন্য জাঁকিয়ে বসল এক নম্বরে।

KKR vs CSK: ম্যাচের আগে ‘খারাপ খবর’ কেকেআর-সিএসকে দুই শিবিরেই? জেনে নিন বিস্তারিত

সোমবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর 'রাইভেলরি উইক'। আইপিএলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি বলে পরিচিত দলেদের বেশির ভাগ ম্যাচ রয়েছে এই সপ্তাহেই। যাক শুরু হচ্ছে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দিয়ে।
সোমবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর ‘রাইভেলরি উইক’। আইপিএলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি বলে পরিচিত দলেদের বেশির ভাগ ম্যাচ রয়েছে এই সপ্তাহেই। যাক শুরু হচ্ছে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দিয়ে।
কিন্তু কেকেআর বনাম সিএসকের মেগা ম্যাচের আগে খানিকটা ধাক্কা খেতে হয়েছে দুই দলকেই। যা খারাপ খবর বললেও খুব একটা ভুল হবে না। কারণ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলই নিজেদের জায়গা থেকে নেমে গিয়েছে।
কিন্তু কেকেআর বনাম সিএসকের মেগা ম্যাচের আগে খানিকটা ধাক্কা খেতে হয়েছে দুই দলকেই। যা খারাপ খবর বললেও খুব একটা ভুল হবে না। কারণ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলই নিজেদের জায়গা থেকে নেমে গিয়েছে।
রবিবার লখনউ সুপার জায়ান্ট গুজরাত টাইটান্সকে হারাতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫।
রবিবার লখনউ সুপার জায়ান্ট গুজরাত টাইটান্সকে হারাতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫।
অপরদিকে, মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু শেষ ২ ম্যাচ হেরে বর্তমানে চার নম্বরে নেমে এসেছে চেন্নাই। লখনউ-গুজরাত ম্যাচে আগে ৩ নম্বরে ছিল সিএসকে। লখনউ জিতে চেন্নাইকে সরিয়ে তিনে উঠে আসে। বর্তমানে সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭।
অপরদিকে, মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু শেষ ২ ম্যাচ হেরে বর্তমানে চার নম্বরে নেমে এসেছে চেন্নাই। লখনউ-গুজরাত ম্যাচে আগে ৩ নম্বরে ছিল সিএসকে। লখনউ জিতে চেন্নাইকে সরিয়ে তিনে উঠে আসে। বর্তমানে সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। কেকেআর অবশ্য এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮।  কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। কেকেআর অবশ্য এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সোমবার সকাল পর্যন্ত সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর ওঠা-নামার খেলা চলতে থাকবে।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সোমবার সকাল পর্যন্ত সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর ওঠা-নামার খেলা চলতে থাকবে।