শেষের দিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। আর ২ পয়েন্ট নিয়ে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। ফলে আগামী কয়েক দিনে লিগ টেবিলে একাধিক ওঠা-নামা দেখা যাবে তা নিশ্চিত।

SRH vs PBKS: অর্শদীপের ৪ শিকার, একা লড়াই করলেন নীতিশ, পঞ্জাবকে ১৮৩ টার্গেট দিল হায়দরাবাদ

পঞ্জাব: ফের ধারাবাহিকতার অভাব সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনে। তারকা খোচিত ব্যাটাররা সকলেই যেখানে ব্যর্থ সেখানে একা কুম্ভ হয়ে লড়াই করে দলের মান বাঁচান নীতিশ কুমার রেড্ডি। খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস। যা সকলের কুর্নিশ আদায় করে নেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে পঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দেয় সানরাইজার্স। ব্যাটিংয়ে নীতিশ কুমার রেড্ডির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে নজর অর্শদীপ সিং।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দর্বাদ। ট্রেভিস হেড,অভিষেক শর্মা থেকে শুরু করে এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনরা কেউ রান পাননি এদিন। লাগাতার উইকেট হারানোয় চাপে পড়ে যায় গোটা দল।

তাবড় তাবড়া তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে একা লড়াই চালিয়ে যান নীতিশ কুমার রেড্ডি। উইকেটে টিকে থাকার পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন তিনি। বেশ কিছু অনবদ্য শট খেলেন তরুণ ব্যাটার। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন রেড্ডি। ৫টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

নীতিশ কুমার রেড্ডির লড়াকু ইনিংসে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া আবদুল সামাদ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের অর্শদীপ সিং ৪টি, স্যাম কুরান ২টি, হার্শল প্যাটেল ২টি ও কাগিসো রাবাডা ১টি উইকেট নেন।