আয়রন হাউজ

Jalpaiguri News: জলপাইগুড়ির রাজ আমলের আয়রন হাউজ! মিউজিয়াম তৈরির দাবি স্থানীয়দের

জলপাইগুড়ি: জলপাইগুড়ি  একটি ঐতিহ্যবাহী শহর। আর সেখানেই ভগ্ন দশায় ধুকছে রাজ আমলে তৈরি বিল্ডিং ‘আয়রন হাউজ’। সংরক্ষণের অভাবে শহরের ব্যস্ততম রাস্তার কোণে পড়ে জং ধরেছে আয়রন হাউজের প্রতিটি স্তরে। সেই বিল্ডিংকে মিউজিয়াম হিসাবে সাজিয়ে তোলার আবেদন জেলাবাসী এবং পর্যটন ব্যবসায়ীদের একাংশের।

জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে অবস্থিত আয়রন হাউজ । রাজ আমলে তৈরি হওয়া এই হাউজে একসময় নিয়মিত খাজনা নেওয়া হত। সময়ের বদলে পরবর্তীতে এই জায়গায় তৈরি হয় শিক্ষা দফতরের অফিস। সেই অফিস পরবর্তীতে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর থেকেই কার্যত ভূতুড়ে ঘরে পরিণত হয়েছে এই আয়রন হাউজ। এক সময়কার ঝাঁ চকচকে বিল্ডিংয়ের এখন জরাজীর্ণ দশা।

ঐতিহ্যবাহী এই বিল্ডিংকে রক্ষা করতে এখানে মিউজিয়াম বানানোর আর্জি শহরবাসীর। তাঁদের কথায়, এই পুরনো ঘরটিকে যদি সংরক্ষণ করে মিউজিয়াম করে নানা অ্যান্টিক জিনিস রাখা যায়, তা হলে অন্যতম পর্যটন স্পট হিসাবেও এই জায়গাটি পরিচিতি পাবে। পাশাপাশি শহরবাসী পাবে নয়া চমক। সেজে উঠবে ছোট্ট শহর জলপাইগুড়ি। বাচ্চাদের অন্যতম মূল আকর্ষণ হতে পারে এই মিউজিয়াম। তারা অজানা জিনিস দেখার, জানবার সুযোগ পাবে। অন্যদিকে, এই এলাকার পাশেই রয়েছে শিশুদের প্রিয় তিস্তা উদ্যান, জুবলি পার্ক এবং তিস্তা স্পার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় মিউজিয়াম হলে পর্যটকদের আনাগোনাও বাড়বে শহরে। পর্যটন ব্যবসায়ীদের ব্যবসাও যে রকম লাভবান হবে তেমনই উন্নয়নে এক ধাপ এগোবে এই শহর।

সুরজিৎ দে