ফুঁসছে ইজরায়েল

Israel: ‘আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরা নেব’, ইরানের হামলার পর মিত্রদেশের পরামর্শ উড়িয়ে দিলেন নেতানিয়াহু

তেহেরান: ইরানের হামলার পর ফুঁসছে ইজরায়েল। প্রতিশোধ এখন সময়ের অপেক্ষা। মিত্রদেশগুলির সংযম রক্ষার আবেদন উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সাফ কথা, “আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরা নেব”।

গাজার যুদ্ধ এখনও থামেনি। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে না বলে-কয়ে ইরানের হামলা তাতিয়ে দিয়েছে ইজরায়েলকে। এই হামলার যোগ্য জবাব দিতে কোমর বাঁধছে নেতানিয়াহুর দেশ।

হামলার পর থেকেই ইজরায়েলের মিত্রদেশগুলি সংযমী থাকার আহ্বান জানিয়েছে। বুধবার ব্রিটেন এবং জার্মান বিদেশমন্ত্রীও একই কথা বলেছেন। যদিও ইরানের উপরও কূটনৈতিক চাপ ছিল। ইজরায়েলি ভূখণ্ডে ‘সামান্য’ আক্রমণ হলেও তার ‘বিশাল এবং কঠোর’ প্রতিক্রিয়া আসবে বলে ইরানের রাষ্ট্রপতিকে সতর্ক করা হয়েছিল।

এদিকে বুধবার ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ফের উত্তর ইজরায়েলের রকেট এবং ড্রোন হামলা চালায়। ঘটনায় কমপক্ষে ১৪ জন ইজরায়েলি সেনা জখম। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। পালটা লেবাননে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনা।

মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু জানিয়েছেন, বুধবার তিনি দুই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি এও জানিয়েছেন, ইজরায়েল মিত্রদেশগুলির ‘পরামর্শ’ শুনলেও প্রতিক্রিয়া কীভাবে জানাবে, সেটা নিজেই ঠিক করবে।

আরও পড়ুন: ইরানের আক্রমণ, ইজরায়েলের ‘ম্যাজিক অস্ত্র’, ভিডিও দেখলে চমকে উঠবেন

নেতানিয়াহু বলেন, “আমি পরিস্কার করে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব। ইজরায়েল আত্মরক্ষার জন্য যা যা করা দরকার তা করবে”। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইজরায়েল অন্ততপক্ষে মিত্রদেশ আমেরিকার সমর্থন ছাড়া ইরানকে সরাসরি আক্রমণ করবে না বলেই মনে হচ্ছে। তবে ইজরায়েল ইরানের সিনিয়র কমান্ডার বা অন্যান্য দেশে ইরান সমর্থিত গোষ্ঠীগুলিকে আক্রমণ করতে পারে। কিংবা সাইবার হানা শুরু করাও অসম্ভব নয়।

ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরান তখন কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা স্পষ্ট নয়। তবে উভয় পক্ষের কোনও ভুল পদক্ষেপে আঞ্চলিক যুদ্ধ শুরুর ঝুঁকি রয়েছে ষোলো আনা। অন্য দিকে, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মঙ্গলবার জানিয়েছে বাইডেন সরকার। ইরানের হামলার নিন্দাও করেছে তারা।