নিহত হামাস প্রধান ইয়াহয়া সিনওয়ার৷ ছবি- রয়টার্স

Yahya Sinwar bunker: সিন্দুকে টাকার পাহাড়! নিহত হামাস প্রধান সিনওয়ারের গোপন বাঙ্কারের ভিতরটা ঠিক কেমন? দেখুন ভিডিও

গাজা: টেবিলের উপরে রাখা বান্ডিল বান্ডিল নোট৷ ঘরের ভিতরে থরে থরে সাজানো দামি পারফিউম, রূপ চর্চার দামি দামি শৌখিন জিনিসপত্র৷ সঙ্গে রয়েছে ঝা চকচকে একাধিক বাথরুম৷

দেখে মনেই হতে পারে এটা কোনও আবাসন বা হোটেলের ঘর৷ কিন্তু আসলে এটা নিহত হামাস প্রধান ইয়াহয়া সিনওয়ারের গোপন বাঙ্কারের ভিতরের ছবি৷ গাজায় ইজরায়েলি সেনার হামলা শুরুর পর থেকেই এই বাঙ্কারের ভিতরেই সপরিবার আত্মগোপন করে ছিলেন সিনওয়ার৷ এই বাঙ্কারেই আশ্রয় নেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীও৷

আরও পড়ুন:

href=”https://bengali.news18.com/news/international/israel-releases-drone-footage-of-hamas-leader-yahya-sinwar-death-tc-dmg-1904372.html”>সোফায় বসে ধুঁকছেন হামাস প্রধান সিনওয়ার, কেমন ছিল শেষ কয়েক মিনিট? ভিডিও প্রকাশ করল ইজরায়েল

দ্রোন হামলায় সিনওয়ারকে নিকেশ করার পর তার বাঙ্কারের ভিতরের ছবি তুলে ধরে এমনই দাবি করেছে ইজরায়েলি সেনাবাহিনী৷ কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেওয়া ইউনিস শহরে এই বাঙ্কারটির খোঁজ মিলেছে৷ বাঙ্কারের ভিতরে প্রচুর পরিমাণ খাবারেরও খোঁজ মিলেছে৷ খাবারের প্যাকেটগুলির গায়ে লেখা থেকে স্পষ্ট, সেগুলি যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের নাগরিকদের জন্য পাঠিয়েছিল রাষ্ট্রপুঞ্জ৷

এই ভিডিও থেকেই স্পষ্ট, অনেক দিন ধরে আত্মগোপন করে থাকতে হবে বলে প্রস্তুতি নিয়েই নিজের এবং ঘনিষ্ঠদের জন্য রসদ জোগাড় করে রেখেছিলেন হামাসের নিহত প্রধান সিনওয়ার৷ এই বাঙ্কারের ভিতরেই একটি বড়সড় সিন্দুকের ভিতরে কয়েক মিলিয়ন ইজরায়েলি শেকেল (ইজরায়েলের মুদ্রা) উদ্ধার হয়েছে৷ আবার মজুত করে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারেরও খোঁজ মিলেছে৷