জলপাইগুড়ি: পুরীর মন্দিরে এসে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বল বার্তা জলপাইগুড়িবাসীকে। অবাক হচ্ছেন? ভাবছেন জলপাইগুড়িতে পুরীর মন্দিরে আবার প্রভুর এমন অদ্ভুত বার্তা! নেট দুনিয়ায় ভাইরাল হাই হ্যালো ছোড়ো প্রভু জলপাইগুড়িতে! কি বলছেন প্রভু? মাছ- মাংস খেলে কি হয় জানেন? কালীপুজো। ইতিমধ্যেই উদ্বোধন হচ্ছে কালীপুজোর মন্ডপগুলি । জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোর মধ্যে নবারুন ক্লাব অন্যতম। এদিন উদ্বোধন করতে এসে ভগবত প্রভু সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন, হাই হ্যালো ছোড়ো, হরেকৃষ্ণ বল। জলপাইগুড়ি নবারুণ ক্লাব ও পাঠাগারের এবারের থিম হয়েছে পুরীর জগন্নাথমন্দিরের আদলে। দক্ষ শিল্পীদের নিঁখুত হাতের কাজে মুগ্ধ হবে দর্শনার্থীরা। জলপাইগুড়িতে বসেই সুদূর পুরীর জগন্নাথ মন্দিরের অনুভূতি পাবেন ভক্তগণ।
থিম মন্ডপের মন্দিরের বাইরের কারুকার্য থেকে শুরু করে গোটা অন্দরমহলে রয়েছে বিভিন্ন হাতের কাজের কারুকার্য। মূর্তিতেও রয়েছে বিশেষ আকর্ষণ। সুদূর ওড়িশা থেকে নিম কাঠের মূর্তি নজর কাড়বে। এক্কেবারে অবিকলপুরের জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে জলপাইগুড়ির নবারুণ ক্লাবের এই পুজো মণ্ডপ। এবছর উপচে পড়া ভিড় হবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। ইতিমধ্যেই উদ্বোধনের দিন প্রভুকে দেখতে ভিড় জমান জলপাইগুড়িবাসী।
আরও পড়ুন: আর রেহাই নেই! বন দফতরের মোক্ষম চাল, একশৃঙ্গ গন্ডার চুরি করতে এলেই মাথা ঠুকে মরতে হবে চোরা শিকারীদের
আরও পড়ুন: পাহাড় তৈরি করে কালীকে বরণ করে জলপাইগুড়ির কচিকাঁচারা! ছোটদের বড় আয়োজন
সেখানেই দর্শন মিলল ভগবত প্রভুর। সোশ্যাল মিডিয়া ভাইরাল তিনি।সকলের উদ্দেশ্যে তারা বার্তা মাছ-মাংস খাওয়া যেমন উচিত নয়, তেমনই মোবাইল যেখানে ইলেকট্রনিক্স গেজেট থেকে দূরে রাখাই উচিত। বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে তিনি বলেন, মোবাইলে আসক্তি ছেড়ে বই পড়ায় মন দেওয়া উচিত।
সুরজিৎ দে