পুরনো দিনের টাকা

Jalpaiguri News: বিভিন্ন দেশের টাকা কেমন দেখতে! রঘুবীর বাবুর সংগ্রহ দেখলে চমকে ‌যাবেন

জলপাইগুড়ি: আজও পাকিস্তানের স্মৃতিচিহ্ন বয়ে নিয়ে চলছে ভারতের এই শহর! স্বাধীনতার সময় ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছাপানো যে টাকা পাকিস্তানে ব্যবহৃত হতো সেইসব নোটের সম্ভার আজও নিজের সংগ্রহের ঝুলিতে জমিয়ে রেখেছেন জলপাইগুড়ি শহরের ব্যবসায়ী রঘুবীর আগারওয়াল। দাঙ্গা, দেশভাগের গ্লানি নিয়ে সেই সময় ভিটেমাটি ছেড়েছিলেন অগণিত মানুষ।

আরও পড়ুনঃ বারবার মেয়ে, ছোট মেয়েকে নৃশংসভাবে খুন! মায়ের অভিযোগে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

স্বাধীনতার পরের দিনগুলিও খুব সুখের ছিল না। যুদ্ধ, পারস্পরিক সন্দেহ হানাহানি তো ছিলই। কিন্তু জানেন কি, ১৯৪৭ এর পর ১৯৫০-৫২ সাল অবধি পাকিস্তানে ব্যবহৃত হয়েছে ভারতের তৈরি টাকা! খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৈরি করা নোট, নিজেদের স্ট্যাম্প দিয়ে ব্যবহার করেছিল মহম্মদ-আলি-জিন্নাহর নেতৃত্বাধীন পাকিস্তান! অবিশ্বাস্য হলেও, সত্যি এই ঘটনা। ১৯৪৭ সালের পরে ১৯৫০-৫২ সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছাপানো নাসিকের ছাপাখানার নোটগুলি পাকিস্তানেবিনিময় হতো। কারণ, স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়ার পরেও সেইসময় নিজস্ব কোনও নোট ছাপানোর ছাপাখানা ছিলনা। স্বাধীনতার সময়কাল থেকে ভারতের রিজার্ভ ব্যাংকের ছাপানো পাকিস্তানের ২ টাকার নোট থেকে শুরু করে তার সংগ্রহে রয়েছে ভারতীয় ৫ পয়সা, ১০ পয়সা, ১ ও ২ টাকার সম্ভার।

জলপাইগুড়ির মার্চেন্ট রোডের কাছে লিচুতলার বাসিন্দা ব্যবসায়ী রঘুবীর আগরওয়াল। তার ঘরে গেলেই চাক্ষুস করা যায় ঐতিহাসিক টাকা তথা নোট গুলিকে। সযত্নে সেগুলি নিজের সংগ্রহে রেখেছেন তিনি। শুধু তাই নয়, তার কাছে রয়েছে ইংরেজ আমলে ব্যবহৃত নোট সমূহ। পেশা ব্যবসা হলেও পুরা কালের ঐতিহাসিক নোট সংগ্রহ তার একটি নেশাও বটে! জলপাইগুড়ি বাসের অনেকের কাছেই এই তথ্য অজানা। রঘুবীর আগরওয়াল জানান, দ্রুত বাড়ছে ডিজিটাল কারেন্সির ব্যবহার। তাই এগুলি এখন প্রায় বিলুপ্তের পথে। তবে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে পাকিস্থানের এই নোট ও ভারতীয় নোটের কথা।