লিচু খেয়ে মৃত্যু

Jalpaiguri News: লিচুই হল কাল! লিচু খেতে গিয়ে না ফেরার দেশে আড়াই বছরের ছোট্ট খুদে

জলপাইগুড়ি: লিচুই হল কাল। লিচু খেতে গিয়ে না ফেরার দেশে আড়াই বছরের ছোট্ট খুদে। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে এদিনের অত্যধিক গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গের জলপাইগুড়িবাসীর। আর গরমের ফল লিচু খেতে গিয়েই ঘটল বিপত্তি। গলায় বেকায়দায় লিচু আটকে গিয়ে মৃত্যু হল আড়াই বছরের শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আলতাবুল রহমানের আড়াই বছরের শিশু পুত্র বাড়ি উঠোনে থাকা লিচু গাছের নিচে খেলতে থাকার সময়, গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই হাতে তুলে লিচুটি মুখে দেয়। বেকায়দায় লিচুটি গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তড়িঘড়ি ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নামে।

আরও পড়ুন: ভয়ঙ্কর…! আচমকা ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন যাত্রী, তারপর? শিউরে উঠবেন শুনলে!

এই বিষয়ে শিশুটির বাবা আলতাবুল রহমান জানান, মসজিদ যাওয়ার আগে আচমকাই এই ঘটনা ঘটে যায়। তাঁর কথায়, এর আগেও লিচু খেয়েছে বছর আড়াইয়ের শিশুটি। কিন্তু হঠাৎ ঘটা এই ঘটনায় শোকস্তব্ধ প্রত্যেকে। এদিন আলতাবুল রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষ ভীড় জমান এই ঘটনাকে কেন্দ্র করে। এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। সামান্য কিছু সময়ের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা ভাবেননি কেউই।

সুরজিৎ দে