Tag Archives: child death

North Dinajpur News: পুকুর পাড়ে খেলতে গিয়েই সর্বনাশ! হুড়মুড় করে ধসে পড়ল মাটি! তারপর…

উত্তর দিনাজপুর:পুকুর পাড়ে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু আট বছরের কন্যা সন্তানের। ঘটনাটি করণদিঘি থানার লাহুতাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েতের সরগাও গ্ৰামে। স্থানীয় বাসিন্দারা বলেন, সরগাও গ্ৰামে মাঠের মধ্যে একটি পুকুর গত ১ সপ্তাহ হয়েছে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে পুকুরের পাড় বাঁধার কাজ করা হয়েছিল, সেখানেই সরগাও আদিবাসী পাড়ার ৩ নাবালিকা খেলতে যায়।

পুকুর পাড়ের মাটি হাত দিয়ে খুড়ছিল সেই সময় পাড়ের মাটি ধসে চাপা পড়ে যায় রাধা বাস্কে নামে ওই নাবালিকা মেয়ে। পুকুর পাড়ে থাকা বাকি দুই বান্ধবীর মাটি চাপা পড়ে যাওয়ার খবর গ্রামবাসীদের কানে পৌঁছাতেই দৌড়ে গ্ৰামবাসীরা পুকুরে পৌঁছায়,মাটি সরিয়ে রাধার দেহ উদ্ধার করে গ্ৰামবাসীরা।

আরও পড়ুন:রোজ ঠাকুরের পায়ে অর্পণ করেন এই পাতা, কিন্তু জানেন কি চকচকে ব্রন মুক্ত স্কিনে এই পাতা যেন ম্যাজিক

রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে চিহ্নিত করেন ডাক্তাররা। করণদিঘি থানার পুলিশ মৃতদেহটি এরপর ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার জেরে গোটা পরিবার শোকস্তব্ধ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! মুহূর্তে গোটা পরিবার শেষ! ভিতরে শুধুই শিশুর কান্না, বেরল একের পর এক মৃতদেহ

রাজস্থান: রবিবার সকালে সওয়াই মাধোপুর জেলার দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। বাউনলী থানা এলাকায় একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। একটি গাড়িতে থাকা সকলেই ত্রিনেত্র গণেশজির দর্শন করতে রণথম্ভোর যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহগুলি স্থানীয় হাসপাতালের মর্গে রেখেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৭টার সময় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় একটি পরিবার গাড়িতে করে রণথম্ভোরে যাচ্ছিল ত্রিনেত্র গণেশজি দর্শন করতে। বাউনলী থানা এলাকার বনস পুলিয়ার কাছে একটি গাড়ি ওই পরিবারের গাড়িটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জন ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও এই দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশু গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: গাড়িতে ৬ বন্ধু তখন গল্পে মশগুল, খাদে পড়ল গাড়ি! মুহূর্তে সব শেষ! ভয়ঙ্কর ঘটনায় মৃত সকলেই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা সিকর জেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। তবে পরিস্থিতি দেখে পুলিশও ভয় পেয়ে যায়। এরপর আহত ও নিহতদের দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা সিকর জেলার বাসিন্দা।

পুলিশ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে খবর দিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছান। এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। যে গাড়িটির সঙ্গে ওই গাড়ির ধাক্কা লেগেছে, তা এখনও শনাক্ত করা যায়নি। এই জাতীয় সড়কে এমন দুর্ঘটনা এটাই প্রথম নয়। এরকম ঘটনা বারবার ঘটেছে ওই এলাকায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

Minor Death: অপরিসীম কৌতুহল প্রাণ কেড়ে নিল নাবালকের! রেলের বৈদ্যুতিন পোস্টে উঠতেই সব শেষ

জলপাইগুড়ি: অপরিসীম কৌতুহল‌ই কাল হয়ে দাঁড়াল নাবালকের। রেলের হাই ভোল্টেজ লাইনে ইলেকট্রিক চার্জ করা আছে কিনা তা দেখতে লাইনের পাশে থাকা বিদ্যুৎ পোস্টে উঠে পড়ে বছর ১৬-এর রোহিত রায়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে মৃত্যু হল ওই নাবালকের।

এই মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় ঘটেছে। নাবালকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, হঠাৎই রোহিত রায় নামে ঐ নাবালক রেলের ইলেকট্রিক পোলে উঠে পড়ে। ওঠার আগে সে জানিয়েছিল, পোস্টে বিদ্যুৎ আছে তা পরখ করে দেখবে। বৈদ্যুতিন খুঁটির উপর উঠে তারে হাত দিতেই তার গোটা শরীর ঝলসে যায়। উল্লেখ্য রেলের বৈদ্যুতিন পোস্টগুলি দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়।

আর‌ও পড়ুন: পঞ্চপ্রাপ্তির পথে জমিদার গ্রামের পিতলের রথ! ভোটের আগে করুণ আবেদন

অতি আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা । এদিকে ওই নাবালকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এর পিছনে অন্য কোন‌ও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সুরজিৎ দে

Accident: নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে রক্তগঙ্গা! মহিলা-শিশুদের মৃতদেহের সারি, ভয়ঙ্কর ঘটনা

রায়পুর: মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে। পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথেই গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। ছত্তিশগড়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে সকলেই মহিলা এবং শিশু। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২৩ জনকে। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতারা জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে একটি বড় গাড়ি করে ফিরছিলেন পাথরা গ্রামের বাসিন্দারা। বেমেতারা জেলার কাঠিয়া গ্রামের কাছে পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অনুষ্ঠান ফেরত ওই গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী ট্রাকটি গিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি মিনি ট্রাকে ধাক্কা মারে। আর এর ফলেই মিনি ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

দুর্ঘটনার পরপরই যাত্রিবাহী গাড়িটি উল্টে যাওয়ায় গাড়ির মধ্যে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনা বুঝেই সেখানে চলে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দলও। আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটে। বাকি আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রায়পুর এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Child Death: চকোলেট খাওয়া মাত্র মুখ দিয়ে গল গল করে রক্তপাত, মৃত্যুর কোলে ঢলে পড়ল দেড় বছরের শিশু! কোথায়?

পাতিয়ালা: দেড় বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুর খবরে শিউরে উঠছে দেশ। জানা গিয়েছে, পঞ্জাবের পাতিয়ালায় ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, স্বাস্থ্য দফতরও আলাদা করে তদন্ত করছে। পাতিয়ালায় একটি মুদি দোকান থেকে চকোলেট কিনে সেটি ওই শিশুকে খাওয়ানো হয়েছিল বলে খবর। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশুটি।

পরিবারের দাবি, ওই চকোলেটটি এক কামড় খাওয়া মাত্রই মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করে শিশুটির। দ্রুত তাকে খ্রিশ্চান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরিস্থিতি মুহূর্তের মধ্যে খারাপ হতে শুরু করে। পরীক্ষা করে দেখা যায় শিশুর শরীরে বিষক্রিয়া হয়েছে।

আরও পড়ুন: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুতের বিল বাঁচাতে কোনটা কেনা বুদ্ধিমানের? আসল রহস্য জানুন

চকোলেটের মধ্যেই তেমন বিষজাতীয় কিছু ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা ওই মুদি দোকান থেকে চকোলেটের নমুনা সংগ্রহ করেছে। দেখা গিয়েছে ওই চকোলেট মেয়াদ উত্তীর্ণ ছিল।

আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!

ওই দোকান থেকে একাধিক মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসকদের দাবি, মেয়াদ উত্তীর্ণ খাবারে অনেক সময়ই বিষক্রিয়া হতে পারে। তা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কী ধরনের খাবার ও কোন বয়সের মানুষের শরীরে সেই বিষ ঢুকেছে তার উপরেই নির্ভর করে মৃত্যু।

Death: বাড়িতে পড়ে ৩ মৃতদেহ, মিলল চাঞ্চল্যকর চিঠি! বরানগরে উঠে এল বাড়ির বউয়ের নাম

সুবীর দে,বরানগর: বরানগরে ৩ জন খুনের ঘটনায় চাঞ্চল্যকর চিঠি নিউজ ১৮ বাংলার হাতে। চিঠিতে ৩ জনকে খুনের বয়ান লেখা, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২।

বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগরে বাড়িতে ৩ জন পুরুষের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর চিঠি নিউজ ১৮ বাংলার হাতে। চিঠিতে লেখা হালদার বাড়িতে ৩ টে খুন করে ফেলে রেখেছে।

চিঠিতে মৃত অভিজিৎ হালদারের স্ত্রী মুনমুন হালদার এই খুনের সঙ্গে জড়িত সেটা বয়ানে উল্লেখ রয়েছে। পাশাপাশি বাড়ির নীচ তলার ভাড়াটে এই ঘটনায় সব জানে। এমনটাও চিঠিতে উল্লেখ রয়েছে। এই ঘটনায় বাড়ির দুই ভাড়াটেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বরানগর থানার পুলিশ।

আরও পড়ুন: রবির পর সোম, অভিষেকের কপ্টার নিয়ে শোরগোল! এবার পরিদর্শনে কমিশনের আধিকারিক

রবিবার ওই বাড়ি থেকে তিন প্রজন্ম অর্থাৎ দাদু, ছেলে এবং নাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। অন্য এক জনের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি এই পদক্ষেপ করেন তিনি। নাতি দেবপর্ণের নার্ভের সমস্যা। দীর্ঘ দিন ধরেই অবসাদে ভুগছিল সে। অভিজিতের একটি হার্ডওয়্যারের দোকান ছিল। শংকর বাবু বরানগর পুরসভায় কাজ করতেন। দেবপর্ণ দশম শ্রেণির ছাত্র।

বাড়ির দরজা খুলে মেঝেতে তিনটি মৃতদেহ পড়তে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার শেষ বারের মতো দেখা গিয়েছিল সেই পরিবারের সদস্যের। পচা গন্ধ পেয়ে সন্দেহের উদ্রেক হয়। তার পরেই পাড়ার লোক পুলিশকে খবর দেয়। আপাতত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Child Death: মন্দিরের কার্নিশ ভেঙে মৃত কোলের শিশু

পূর্ব মেদিনীপুর: বিপদের হাত থেকে রেহাই পেতে মানুষজন বিভিন্ন তীর্থক্ষেত্র, মন্দিরে যান। কিন্তু সেই মন্দিরেই যে এত বড় বিপদ অপেক্ষা করে আছে তা আর কে ভেবেছিল! ভীম একাদশীতে মন্দিরের কার্নিশ ভেঙে মৃত্যু হল কোলের শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভূপতিনগরে।

আরও পড়ুন: স্ত্রী ছেড়ে চলে যাওয়ার অবসাদে এ কী করল যুবক! ভয়ঙ্কর বললেও কম হবে

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের পূর্বচক গ্রামে প্রতিবছর ভীম একাদশীতে ভীমের পুজো ও মেলা বসে। আর পাঁচ জনের মতই গীতা গায়েন সেই মেলায় এসেছিলেন নাতি-নাতনিকে নিয়ে। মেলায় হরিরলুটের বাতাসা কুড়নোর সময়ই ঘটে দুর্ঘটনা। সেই সময় পাশের কালীমন্দিরে নাতি-নাতিনকে বসিয়ে বৃদ্ধা গীতা গায়েন হরির লুটের বাতাসা সংগ্রহ করছিলেন। কিন্তু বাতাসা কুড়নো শেষে নাতিকে খুঁজে পেলেও নাতনিকে আর খুঁজে পাচ্ছিলেন না। পরে রক্তাক্ত অবস্থায় নাতনিকে খুঁজে পান। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধের পর। ভীমের মেলায় হরির লুটের বাতাসা কুড়নোর সময় ঝড়ো হাওয়া ওঠে। সেই হাওয়ায় মন্দিরের উপরে থাকা সিংহ মূর্তি ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়ে যায় ১৩ মাসের ওই শিশু কন্যাটি। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো গ্রাম। বন্ধ করে দেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন ভীমের মেলা।

সৈকত শী

Bengali News: দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি

নদিয়া: দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি। ১৩ বছরের কিশোর বাবুসোনা ঘোষের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

আরও পড়ুন: নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এই মহিলা যা করলেন জানলে অবাক হতে বাধ্য

এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। জানা গিয়েছে, দাদুর ঘাট কাজ করবার পর স্নান করতে নেমেছিলেন বাড়ির অনেকেই। সেই সময়ই ঘটে বিপত্তি। তলিয়ে যাওয়ার সময় পরিবারের দু’জনকে উদ্ধার করা গেলেও বাবুসোনা নামে ওই কিশোর তলিয়ে যায়। তারই খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাঁড়ির পুলিশ, খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে।

সূত্রের খবর, বীরনগর মধুগাছি পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র বাবুসোনা ঘোষ। বাড়ির অন্যান্যদের মতো মাথা ন্যাড়া করার পর ওই কিশোর সকলের সঙ্গেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, জলের গভীরতা বুঝতে না পারতেই হঠাৎই সে তলিয়ে যায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ্য শান্তিপুরের ভাগীরথী নদীতে এর আগেও অনেকে গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার কারণ হিসেবে অনেক সময় দেখা যায় গঙ্গার গভীরতা বুঝতে না পেরে অনেকেই অসাবধানতাবশত স্নান করতে করতে গঙ্গার পাড় থেকে খানিকটা দূরে চলে যান। আর তখনই ঘটে বিপত্তি। প্রশাসন থেকে একাধিকবার সতর্ক করা হলেও স্থায়ী কোনও সমাধান এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

মৈনাক দেবনাথ

Bengali News: বাড়ির লোক খেয়াল করেনি, খেলতে খেলতে পুকুরে পড়ে গেল ২ বছরের শিশু…

হুগলি: খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল দু’বছরের আয়ুষ মিস্ত্রি। কারোর নজরে পড়েনি ঘটনাটা। ফলে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এই একরত্তির। মর্মান্তিক ঘটনাটি পুরশুড়ার।

আরও পড়ুন: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতেই মৃত্যুফাঁদ! ভয়ঙ্কর ঘটনা উত্তরবঙ্গে

মৃত আয়ুষের বাড়ি হুগলির পুরশুড়ার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামে। জানা গিয়েছে, আয়ুষ প্রতিবেশী অন্য কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। সেই সময় বাড়ির পাশে থাকা একটি পুকুরে অসাবধানতাবশত সে পড়ে যায়। কিন্তু বিষয়টি বড়দের কারোর নজরে আসেনি। বেশ অনেকটা সময় চলে যাওয়ার পর আয়ুষকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিষয়টি জানাজানি হলে এলাকার অন্যান্য বাসিন্দারাও ওই শিশুটির খোঁজে বেরিয়ে আসে। কয়েক ঘণ্টা পর পাশের পুকুরের জলে ভাসতে দেখা যায় ওই শিশুর দেহ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিদিনই আয়ুষ ওই একই জায়গায় খেলত। কিন্তু এদিন কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল তা কেউ বুঝে উঠতে পারছেন না। এই ছোট্ট শিশুটির মৃত্যুতে তার মা-বাবার পাশাপাশি প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েছেন।

শুভজিৎ ঘোষ

West Bengal News: একদিনে ৯ সদ্যোজাত শিশুর মৃত্যু! আশঙ্কা বাড়ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে

মুর্শিদাবাদ : আতঙ্ক বাড়াচ্ছে শিশুমৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৯টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এসএনসিইউ ওয়ার্ডে এই ঘটনায় ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি এসএনসিইউ ওয়ার্ডে ৫৪টি বাচ্চার ব্যবস্থা থাকলেও প্রায় ১০০-র উপর সদ্যজাত শিশু ভর্তি রয়েছে। তার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। আর বেশিরভাগ শিশুই খুব খারাপ অবস্থায় রেফার হয়ে আসার কারণে এই মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: ১০ হাজার পা হাঁটতে হবে না…! প্রতিদিন মাত্র ‘এত’ স্টেপ হাঁটলেই বাড়বে আয়ু! বলে দিলেন বিজ্ঞানীরা

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আরও দাবি, জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এস এন সি ইউ ওয়ার্ডের সংস্কার হওয়ায় সমস্ত শিশুকে মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে। তার ফলে এই রোগী ভর্তির চাপ।

আরও পড়ুন: বিষাদ সুর, ধূসর স্মৃতি ‘সব’ ভুলে…! ‘সম্পর্কের’ ১৩ বছরে গভীর অনুপম! সোশ্যাল পোস্টে এ কোন ইঙ্গিত?

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য মৃত্যুর সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ মানতে রাজি হননি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ ডা ভোলানাথ আইচ।