খেটেখুটে রান্নার কী প্রয়োজন? জামাইষষ্ঠীতে দুর্দান্ত অফার শহরের এই রেস্তোরাঁয়!

Jamai Sasthi Special: খেটেখুটে রান্নার কী প্রয়োজন? জামাইষষ্ঠীতে দুর্দান্ত অফার শহরের এই রেস্তোরাঁয়! চিকেন থেকে মাটন, সবেতেই তাক লাগানো ছাড়

কোচবিহার: বাঙালির যেকোনও উৎসবের ভুরিভোজ হবে না তাও আবার হয় নাকি! বাঙালির জামাই ষষ্ঠীতেও এই একই ছবি ধরা পড়ে সর্বত্র। পেটপুরে খাওয়া-দাওয়ার আয়োজন এবং বাঙালি আনায় ভরপুর থাকে জামাই ষষ্ঠী।

তবে সময় পাল্টেছে, বর্তমানে আর বাড়িতে ঝক্কি সামলে রান্নার আয়োজন করার প্রয়োজন নেই। বিভিন্ন রেস্তোরাঁয় পাওয়া যায় আকর্ষণীয় সমস্ত খাবারের অফার। এবং থাকে বাঙালি আনার ছোঁয়াও। কোচবিহারের একটি ক্যাফে রেস্তোরাঁ জামাইষষ্ঠী উপলক্ষে নিয়ে এলো আকর্ষণীয় খাবারের অফার। মাত্র ৫০০ এবং ৬০০ টাকা মূল্যে পাওয়া যাবে আকর্ষণীয় সমস্ত সুস্বাদু খাবার।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

ক্যাফে রেস্তোরাঁর কর্ণধার অভিরূপ ভট্টাচার্য জানান, “বাঙালির উৎসবে জমিয়ে খাওয়া-দাওয়া হবে না এটা হতে পারে না। তার মধ্যে সামনেই আসন্ন জামাই ষষ্ঠী। মূলত সেই কারণেই তিনি আকর্ষণীয় খাবারের মেনু নিয়ে এসেছেন সকলের জন্য। যাঁরা বাড়িতে রান্নার আয়োজন করতে চাইছেন না। তাঁরা যেমনি আকর্ষণীয় এই অফারের সুযোগ নিতে পারবেন। আবার যাঁরা সুস্বাদু বাঙালিয়ানায় ভরপুর খাওয়ার পছন্দ করেন তাঁদের জন্য রয়েছে এই অফার। খাবার মেনুর মধ্যে রয়েছে বেগুন সুন্দরী, বাদশাহী আলুভাজা, ছানার বাদশাহী কোপ্তা, দুই কাতলা, ভেটকি পাতুরি, ধনেপাতা মুরগি, বরিশালি পাঁঠা, আম কাসুন্দি মনোহরা। এছাড়াও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ফটোশ‍্যুটের সুবর্ণ সুযোগ।”

তিনি আরও জানান, “জামাই ষষ্ঠীতে খেতে বসার পর জামাইদের তালপাতার পাখা দিয়ে হাওয়া দেয়ার প্রথা রয়েছে। সেজন্য রাখা হয়েছে তালপাতার পাখা। সব মিলিয়ে একেবারে খাঁটি বাঙালিয়ানায় ভরপুর জামাইষষ্ঠী উপভোগ করতে পারবেন জামাইয়েরা। বর্তমান সময়ে যেভাবে বিভিন্ন প্রথা ধীরে ধীরে লুপ্ত হয়ে চলেছে। সেখানে এই সুযোগ অনেকেই হাতছাড়া করবেন না এমনটাই মনে করছেন তিনি। জামাই ষষ্ঠীর দিন উপলক্ষে হোম ডেলিভারির অর্ডার ও অগ্রিম বুকিং-এর সুযোগ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ‘ওটা কাজের চেয়ে বেশি…’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন

বহু মানুষ যোগাযোগ করতে শুরু করেছেন রেস্তোরাঁর কর্ণধারের সঙ্গে। চলতি বছরের জামাই ষষ্ঠীতে ভিড় উপচে পড়বে এই রেস্তোরায় এইটুকু নিশ্চিত। আকর্ষণীয় সমস্ত খাবারের মেনু ও অফার সকলের নজর আকর্ষণ করতে শুরু করেছে ইতিমধ্যেই।

Sarthak Pandit