নিজেদের মেয়েকে ফিরে পেতে চাইছেন পরিবার

Nadia News: ভিডিও কলে সম্মোহন! তারপর দু’মাসে যা হল গৃহবধূর… ভয়ঙ্কর কাণ্ড নদিয়ায়

নদিয়া: প্রায় দুমাস ধরে নিখোঁজ গৃহবধূ! পরিবারের দাবি ভিডিও কলের মধ্যে দিয়ে অর্থ কিংবা চাকরির টোপ দেখিয়ে বাড়ি থেকে বের করা হয়েছে তাদের মেয়েকে, বর্তমানে মাঝেমধ্যেই হোয়াটসঅ্যাপে তার অশ্লীল ছবি পাঠিয়ে মুছে দেওয়া হচ্ছে সঙ্গে, ফোনেই চোর পুলিশ খেলা চলছে, দুটি ফোন নম্বর এবং অপহরণকারীর একটি ছবি ছাড়া আর কোনও প্রমাণই নেই পরিবারের হাতে, প্রায় দুমাস আগে নিখোঁজ এবং কেস ডায়েরি লেখানোর পর এবার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সহযোগিতা প্রার্থনা করেছে পরিবার।

রোমহর্ষক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর স্ট্রিট বিশ্বসুখ পল্লী এলাকার। পরিবার সূত্রে খবর, গত মে মাসের ২৪ তারিখ সকাল দশটা নাগাদ বাপের বাড়ি থেকে গৃহবধূ মাম্পি বিশ্বাস বের হন ব্যাংকে যাওয়ার নাম করে। বাড়ি থেকে বের হওয়ার আগে, ব্যাংকের পাস বই ভোটার কার্ড জাতিগত শংসাপত্র ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে যান সঙ্গে করে। তবে জামা কাপড় কিংবা অন্য কিছু নিয়ে যায়নি ,এরপর দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না এলে পরে পরিবারের সদস্যরা খোঁজখবর নিতে থাকেন ওই গৃহবধূর।

শ্বশুর বাড়ি শান্তিপুর থানা দূরত্বে লেবুতলা পাড়ায় জামাইয়ের সাথে মেয়ের কিংবা বাপের বাড়ির পরিবারের সম্পর্ক খুবই ভাল, দুই পরিবার মিলে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও ওই গৃহবধুর কোনো সন্ধান না পাওয়া গেলে তারা শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর নামে।

পরিবারের তরফ থেকে জানা যায়, ওই গৃহবধূর বেশ কয়েক বছর আগে দেখে শুনেই বিয়ে দেন তারা। বাড়ির অবস্থা সচ্ছল। স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনরকম মনোমালিন্য নেই তার। সুখেই সংসার করছিল তাদের মেয়ে। তবে হঠাৎ করে কি এমন ঘটল তা নিয়েই হতবাক পরিবারের সকলেই। পরিবার অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার কয়েকদিন পরেই তাদের ফোনে অচেনা একটি নম্বর থেকে ওই গৃহবধূর বেশ কয়েকটি ছবি আসে। তবে সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যায়।

আরও পড়ুন: ৫৮৩ জনের মৃত্যু, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, কিন্তু আকাশে নয়, ঘটে রানওয়েতে! আত্মা কেঁপে যাবে জেনে

এরপরই তারা ওই নম্বরটির সন্ধান নিতে গেলে জানতে পারেন নম্বরটি আসলে বাংলাদেশের। এমনকি তারা জানান এরপর অন্য আরেকটি নম্বর থেকে কোন আসে তাদের ফোনে। এরপর নিখোঁজ হওয়া ওই গৃহবধুর মা তার পুত্রবধূকে দিয়ে সুকৌশলে সেই ফোন নম্বরে ভিডিও কল করে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তির বেশ কিছু তথ্য যোগাড় করে। যদিও ওই ব্যক্তি দাবি করেন তার বাড়ি পুনা তে, ওই গৃহবধুর সঙ্গে তার যোগাযোগ ছিলতবে বর্তমানে ওই গৃহবধূ তার কাছে নেই।

পরিবারের অভিযোগ, মোবাইলের জন্যই এ সর্বনাশ হয়েছে। সম্ভবত গৃহবধূকে কোনো কারণে ভিডিও কল করে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করা হতো তার মেয়ের কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাদের মেয়েকে সুকৌশলে বাড়ি থেকে বের করে এরপর অপহরণ করে রেখেছে। নিখোঁজ ডায়েরির পরেও যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে নিখোঁজ হওয়া গৃহবধুর পরিবারের তরফ থেকে সমস্ত কিছু জমা দেওয়া হয় শান্তিপুর থানায় তাদের পরামর্শ মতই করা হয় কেস ডাইরি। কিন্তু এর পরেই ভোটের দামামা বেজে যাবার কারণেই হয়তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের মেয়ের তল্লাশির জন্য পুনা যাওয়ার কথা বলেও সম্ভব হয়নি।

প্রায় দুমাস ধরে নিজেদের মেয়েকে ফিরে না পেয়ে চিন্তায় উদ্বিগ্ন রয়েছে পরিবার। আদৌ তাদের মেয়ে বেঁচে রয়েছে কিনা তা নিয়েও সংশয়ে পরিবার, তাদের দাবি দু দুটো মোবাইল নম্বর ট্র্যাক করে সম্ভব হতে পারে তার মেয়েকে খুঁজে পাওয়ার। শুধু তাই নয় মেয়ের মোবাইল সুইচ অফ থাকলেও তা রয়েছে মেয়ের কাছেই ,পুলিশ প্রশাসন সক্রিয় হলে হয়তো তাদের মেয়েকে তারা ফিরে পাবেন। এর আগেও সংবাদমাধ্যমে তারা দেখেছেন ভিন রাজ্য এমনকি ভিন দেশ থেকে পর্যন্ত পুলিশ প্রশাসন রহস্যের উদঘাটন করেছেন তাই এবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন পরিবার।

Mainak Debnath