গোপাল ঠাকুরের গয়না

Janmashtami 2024: জন্মাষ্টমীতে গোপালের অলঙ্কার কিনবেন? জানুন কোথায় কত দাম ঠাকুরের গয়নার

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: সামনেই জন্মাষ্টমী। সেদিন গোপাল ঠাকুরকে সাজিয়ে তুলতে অনেকেই সোনা-রুপোর অলংকার ব্যবহার করেন। এবছর এই অলংকার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন আপনি।এ নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী অমিত পুরকাইত জানিয়েছেন, ‘‘যে সমস্ত অলংকার ব্যবহার করা হয় তার মধ্যে রুপোর অলংকার বেশি কেনে মানুষজন। সেক্ষেত্রে দাম ২৯৯ টাকা থেকে শুরু হয়।’’

একেবারে কম দাম থেকে সব কিছুই পাওয়া যায়। এর উপর যেমন অলংকার নেবেন ক্রেতা, তেমন দাম পড়বে। এ নিয়ে সোমাশ্রী পুরকাইত জানিয়েছেন মূলত এই সময়, কৃষ্ণের বাঁশি, বাজুবন্ধনী, কোমরবন্ধনী, মুকুট, হার এই সমস্ত বেশি বিক্রি হয়।যা কিনতে অনেকেই আসেন। এ নিয়ে সুকান্ত সিনহা নামের এক ক্রেতা জানিয়েছেন ‘‘অনেক দোকানে এই সমস্ত জিনিস পাওয়া যায়না। খোঁজ নিয়ে এগুলি কিনতে হয়।’’

আরও পড়ুন : বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে যাবেন? সাবধান! সতর্ক না হলেই ভূরিভোজের বদলে খেতে হবে জেলের ভাত!

জন্মাষ্টমী পর্যন্ত এই সমস্ত বিক্রি হয় তারপর চাহিদা কম থাকে। সোনা ও রুপোর প্রতি সাধারণ মানুষজনের আকর্ষণ রয়েছে। তবে অনেকে দামের জন্য পিছিয়ে যান। তবে আপনি চাইলেই সাধ্যের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। সেক্ষেত্রে খোঁজ রাখতে হবে আপনাকে।