লোকাল ট্রেনে প্রতিবাদ

RG Kar Doctor Murder Protest: চলন্ত লোকাল ট্রেনের গেটে গেটে দাঁড়িয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ

উত্তর ২৪ পরগনা: ১২ বগির লোকাল ট্রেনের ৯৬ টি দরজায় ফুটে উঠল যাত্রীদের অভিনব প্রতিবাদের ছবি। লোকাল ট্রেনে ব্যস্ত সময়ে এভাবেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালেন যাত্রীরা। এদিন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনে দাঁড়িয়ে থাকা ১১:৩৭ এর লোকাল ট্রেনের যাত্রীরা এই প্রতীকী প্রতিবাদের সাক্ষী থাকলেন।

আরও পড়ুন: ফুচকা থেকে বিরিয়ানি, ছাত্রীদের হাতের রান্নায় মাত সবাই!

গোবরডাঙা এলাকার বিভিন্ন সংগঠনকে নিয়ে তৈরি সোশ্যাল মিডিয়া গ্রুপ ‘স্বপ্নের শহর গোবরডাঙার’ তরফ থেকে এদিন এমনই অভিনব উপায়ে আরজি কর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ দেখানো হয়। ১২ বগির চলন্ত ট্রেনের প্রতিটি দরজায় পুরুষ ও মহিলারা উভয়ই প্ল্যাকার্ড হাতে, মুখে কালো মাস্ক পরে প্রতিবাদে সামিল হন। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়’ স্লোগান।

অন্যান্য ট্রেন যাত্রীরাও এমন অভিনব প্রতিবাদ দেখে সমর্থন জানান প্রতিবাদীদের। এদিন গোবরডাঙা স্টেশন থেকে এই ট্রেনে শিয়ালদহ পর্যন্ত চলে প্রতিবাদ। ফিরতি পথেও একইভাবে প্রতিবাদ দেখানো হয়। আরজি কর কাণ্ডে নির্যাতিতার দোষীদের চিহ্নিত করে ফাঁসির সাজা শোনানোর দাবি জানানো হয় লোকাল ট্রেনে। যাত্রীরাও এই নৃশংস হত্যার প্রতিবাদে মুখ খোলেন এদিন। এদিন লোকাল ট্রেনের প্রতিটি গেটে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এই প্রতিবাদ সাড়া ফেলেছে।

রুদ্রনারায়ণ রায়