৪৪ বছর গায়েব! মোটরসাইকেলের ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র ব্র্যান্ড, চার দশক যার কোনও খোঁজ না মিললেও মানুষ মনে রেখেছে আজও। মাহিন্দ্রা সেই ব্র্যান্ডকে ফের নতুন করে চালু করল। প্রিমিয়াম বাইক ক্যাটেগরিতে এখন শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য সংস্থার। মঙ্গলবার তারা নিয়ে এল নতুন বাইক। হ্যাঁ, ‘জাওয়া’ (Jawa) ব্র্যান্ডের কথাই হচ্ছে।

৪৪ বছর পর নতুন রূপে, রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে বাজারে এল Jawa 42 FJ, দাম ও ফিচার দেখে নিন

৪৪ বছর গায়েব! মোটরসাইকেলের ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র ব্র্যান্ড, চার দশক যার কোনও খোঁজ না মিললেও মানুষ মনে রেখেছে আজও। মাহিন্দ্রা সেই ব্র্যান্ডকে ফের নতুন করে চালু করল। প্রিমিয়াম বাইক ক্যাটেগরিতে এখন শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য সংস্থার। মঙ্গলবার তারা নিয়ে এল নতুন বাইক। হ্যাঁ, ‘জাওয়া’ (Jawa) ব্র্যান্ডের কথাই হচ্ছে।
৪৪ বছর গায়েব! মোটরসাইকেলের ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র ব্র্যান্ড, চার দশক যার কোনও খোঁজ না মিললেও মানুষ মনে রেখেছে আজও। মাহিন্দ্রা সেই ব্র্যান্ডকে ফের নতুন করে চালু করল। প্রিমিয়াম বাইক ক্যাটেগরিতে এখন শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য সংস্থার। মঙ্গলবার তারা নিয়ে এল নতুন বাইক। হ্যাঁ, ‘জাওয়া’ (Jawa) ব্র্যান্ডের কথাই হচ্ছে।
একসময় এদের ইয়াজদি বাইক দেশে সাড়া ফেলে দিয়েছিল। তারপর হঠাত করেই বাজার থেকে উধাও হয়ে যায়। ২০১৬ সালে ক্লাসিক লিজেন্ডস জাওয়া কিনে নেয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপ। তারপর ২০১৯ সালে নিয়ে আসে প্রথম বাইক। এবার ৩ সেপ্টেম্বর জাওয়া ৪২ এফজে লঞ্চ করল কোম্পানি।
একসময় এদের ইয়াজদি বাইক দেশে সাড়া ফেলে দিয়েছিল। তারপর হঠাত করেই বাজার থেকে উধাও হয়ে যায়। ২০১৬ সালে ক্লাসিক লিজেন্ডস জাওয়া কিনে নেয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপ। তারপর ২০১৯ সালে নিয়ে আসে প্রথম বাইক। এবার ৩ সেপ্টেম্বর জাওয়া ৪২ এফজে লঞ্চ করল কোম্পানি।
প্রিমিয়াম বাইক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেন, “গ্রুপের প্রিমিয়াম মোটরসাইকেল কোম্পানি ক্লাসিক লিজেন্ডস ম্যারাথন দৌড় শুরু করেছে। জাওয়া-এর মতো ব্র্যান্ডের পুনর্গঠনে কোম্পানি সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।’’
প্রিমিয়াম বাইক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেন, “গ্রুপের প্রিমিয়াম মোটরসাইকেল কোম্পানি ক্লাসিক লিজেন্ডস ম্যারাথন দৌড় শুরু করেছে। জাওয়া-এর মতো ব্র্যান্ডের পুনর্গঠনে কোম্পানি সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।’’
জাওয়া ৪২ এফজে (Jawa 42 FJ) বাইকের দাম শুরু হচ্ছে ১.৯৯ লক্ষ টাকা থেকে। আনন্দ মাহিন্দ্রার কথায়, “ব্র্যান্ড গল্পের মতো। একাধিক কাহিনি বুনেই একটা ব্র্যান্ড তৈরি হয়। কীভাবে তৈরি হল? কেন তৈরি হল? এই সবই গল্প। নতুন ব্র্যান্ড নতুন গল্প বলে। আর যখন পুরনো ব্র্যান্ড নতুন রূপে ফিরে আসে তখন তার গল্প আরও আকর্ষণীয় হয়।’’
জাওয়া ৪২ এফজে (Jawa 42 FJ) বাইকের দাম শুরু হচ্ছে ১.৯৯ লক্ষ টাকা থেকে। আনন্দ মাহিন্দ্রার কথায়, “ব্র্যান্ড গল্পের মতো। একাধিক কাহিনি বুনেই একটা ব্র্যান্ড তৈরি হয়। কীভাবে তৈরি হল? কেন তৈরি হল? এই সবই গল্প। নতুন ব্র্যান্ড নতুন গল্প বলে। আর যখন পুরনো ব্র্যান্ড নতুন রূপে ফিরে আসে তখন তার গল্প আরও আকর্ষণীয় হয়।’’
১৯৬০ সালে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল জাওয়া। পরের ১৪ বছর ছিল সাফল্যের ইতিহাস। বাইকপ্রেমীদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছিল কোম্পানি। ১৯৭৪ সালে আচমকাই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে উধাও হয়ে যায় সংস্থা। এরপর ২০১৬ সালে জাওয়া ব্র্যান্ড অধিগ্রহণ করে মাহিন্দ্রা। ২০১৮-এর শেষ দিকে এবং ২০১৯-এর শুরুতে তিনটি মডেল লঞ্চ হয়।
১৯৬০ সালে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল জাওয়া। পরের ১৪ বছর ছিল সাফল্যের ইতিহাস। বাইকপ্রেমীদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছিল কোম্পানি। ১৯৭৪ সালে আচমকাই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে উধাও হয়ে যায় সংস্থা। এরপর ২০১৬ সালে জাওয়া ব্র্যান্ড অধিগ্রহণ করে মাহিন্দ্রা। ২০১৮-এর শেষ দিকে এবং ২০১৯-এর শুরুতে তিনটি মডেল লঞ্চ হয়।
মাহিন্দ্রা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর অনীশ শাহ বলেন, “দেশের প্রিমিয়াম মোটর সাইকেল সেগমেন্টে দ্বিতীয় স্থানে রয়েছি আমরা। শীর্ষস্থান দখল করাই এখন লক্ষ্য। জাওয়া ৪২ এফজে বাইক ভাল মাইলেজ তো দিচ্ছেই, গতিও চমৎকার। ইঞ্জিন এবং কাউন্টারপার্ট বাইকের থেকে ছোট এবং শক্তিশালী।’’
মাহিন্দ্রা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর অনীশ শাহ বলেন, “দেশের প্রিমিয়াম মোটর সাইকেল সেগমেন্টে দ্বিতীয় স্থানে রয়েছি আমরা। শীর্ষস্থান দখল করাই এখন লক্ষ্য। জাওয়া ৪২ এফজে বাইক ভাল মাইলেজ তো দিচ্ছেই, গতিও চমৎকার। ইঞ্জিন এবং কাউন্টারপার্ট বাইকের থেকে ছোট এবং শক্তিশালী।’’
রয়্যাল এনফিল্ড, ক্লাসিক ৩৬০ এবং হান্টারের সঙ্গেই জাওয়া-এর প্রতিযোগিতা। 6 স্পিড গিয়ারবক্স সহ লঞ্চ করা হয়েছে জাওয়া ৪২ এফজে। 27 হর্স পাওয়ার এবং 28 Nm টর্ক সহ একটি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড 293 সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। তুলনায়, Royal Enfield Classic 360-এ রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। জাওয়ার ওজন 170 কেজি এবং ক্লাসিক 360 এর ওজন 192 কেজি। হালকা হওয়ায় বেশি মাইলেজ দেবে। এছাড়াও বাইকের পিছনের চাকায় ABS এর সঙ্গে ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে। File Photo
রয়্যাল এনফিল্ড, ক্লাসিক ৩৬০ এবং হান্টারের সঙ্গেই জাওয়া-এর প্রতিযোগিতা। 6 স্পিড গিয়ারবক্স সহ লঞ্চ করা হয়েছে জাওয়া ৪২ এফজে। 27 হর্স পাওয়ার এবং 28 Nm টর্ক সহ একটি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড 293 সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। তুলনায়, Royal Enfield Classic 360-এ রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। জাওয়ার ওজন 170 কেজি এবং ক্লাসিক 360 এর ওজন 192 কেজি। হালকা হওয়ায় বেশি মাইলেজ দেবে। এছাড়াও বাইকের পিছনের চাকায় ABS এর সঙ্গে ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে। File Photo