প্রতীকী ছবি

Jaynagar Child Murder Case: কেন্দ্রীয় হাসপাতালে হোক ময়নাতদন্ত! জয়নগর কাণ্ডে পারদ চড়ছে, দুই দাবি নির্যাতিতার বাবার

জয়নগর: জয়নগরের নির্যাতিতার পরিবার ও বিজেপি আইনজীবী সেল বেলা দু’টোয় বারুইপুর আদালতে পিটিশন জমা দেবে। তারা নির্যাতিতার দেহ সংরক্ষণ করতে চান এই মর্মে পিটিশন করতে চলেছে। সোমবার হাইকোর্টে পিটিশন করা হবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে যাতে ময়নাতদন্ত করানো হয়।

মৃতের বাবার আবেদন, ১,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে। ২,কেন্দ্রীয় হাসপতালে ময়নাতদন্ত করতে হবে। দুটি আবেদন নিয়ে রাজ্য সরকার লোয়ার কোর্টে আবেদন করলে আবেদন খারিজ করে লোয়ার কোর্ট।

আরও পড়ুন: আপনার হৃদয়ের খেয়াল রাখতে কী করেন? প্রতিদিন সকালে ভিজিয়ে খান এই বাদাম, পুষ্টিবিদের মতে ‘ব্রহ্মাস্ত্র’

শনিবার গভীর রাতে হাইকোর্টে জয়দীপ ঘোষের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করে রাজ্য সরকার। রবিবার এই মামলার শুনানি দুপুর ২ টোয়।

আরও পড়ুন: দ্রুত ওজন কমাতে চাইছেন? রোজ সকালে এই খাবারটি খেতে পারেন, হাতেনাতে ফল!

ন’বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগণার জয়নগর। রবিবারও থমথম করছে এলাকা।মহিষমারি বাজারে কিছু দোকানপাট খুলেছে সকালে। শনিবার দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই মহিষমারি বাজার এলাকায়। তার পরই বসেছে পুলিশ ক্যাম্প। সেই পুলিশ ক্যাম্প ঘিরেও দেওয়া হয়েছে।