ঘাঘরা 

Weekend Trip: পাথরের গা বেয়ে আছড়ে পড়ছে জলধারা, বর্ষায় মোহময়ী রূপের ভাগীদার হতে পৌঁছন এখানে, কলকাতার কাছেই এই জায়গা

*পাথরের গা বেয়ে ক্রমে গড়িয়ে পড়ছে জল, যা এই বর্ষায় মোহনীয় রূপ ধারণ করেছে।
*পাথরের গা বেয়ে ক্রমে গড়িয়ে পড়ছে জল, যা এই বর্ষায় মোহনীয় রূপ ধারণ করেছে।
*কঠিন শিলার গা বেয়ে যুগের পর যুগ ধরে জল প্রবাহিত হওয়ায় ছোট্ট ঝরনার আকার ধারণ করেছে। যা সারা বছরের পাশাপাশি বর্ষাকালে এক আলাদা আনন্দ দেবে সকলকে।
*কঠিন শিলার গা বেয়ে যুগের পর যুগ ধরে জল প্রবাহিত হওয়ায় ছোট্ট ঝরনার আকার ধারণ করেছে। যা সারা বছরের পাশাপাশি বর্ষাকালে এক আলাদা আনন্দ দেবে সকলকে।
*ঝাড়গ্রাম জেলা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঘরা ফলস, যা ঝর্না ঠিক নয়, তবে বর্ষায় অসম্ভব সুন্দর লাগে।
*ঝাড়গ্রাম জেলা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঘরা ফলস, যা ঝর্না ঠিক নয়, তবে বর্ষায় অসম্ভব সুন্দর লাগে।
*স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার উপনদী তারাফেনীর বর্ষাকালে জল বাড়লে তা গড়িয়ে পড়ে পাথরের গা বেয়ে। যা দেখতে ছুটে আসেন বহু মানুষ।
*স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার উপনদী তারাফেনীর বর্ষাকালে জল বাড়লে তা গড়িয়ে পড়ে পাথরের গা বেয়ে। যা দেখতে ছুটে আসেন বহু মানুষ।
*শুরু হয়েছে বর্ষাকাল। কলকাতা থেকে খুব কাছেই এই সুন্দর জায়গা। একদিনের ছুটিতে ঘুরে দেখা যায় এই জলপ্রপাত।
*শুরু হয়েছে বর্ষাকাল। কলকাতা থেকে খুব কাছেই এই সুন্দর জায়গা। একদিনের ছুটিতে ঘুরে দেখা যায় এই জলপ্রপাত।
*ঘাঘরা ঘুরতে আসা পর্যটক অমিত রায় বলেন,
*ঘাঘরা ঘুরতে আসা পর্যটক অমিত রায় বলেন, “সুন্দর এই জায়গা।অফিসের ক্লান্তি চাপ ভুলে পরিবারের সঙ্গে এখানে কাটিয়ে খুব ভালো লাগছে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/jLnScqDjUxXCxbvdA
*কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে আসতে হবে ঝাড়গ্রাম। সেখান থেকে বাসে কিংবা ছোট গাড়িতে আসা যাবে বেলপাহাড়ির এই ঘাঘরায়।
*কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে আসতে হবে ঝাড়গ্রাম। সেখান থেকে বাসে কিংবা ছোট গাড়িতে আসা যাবে বেলপাহাড়ির এই ঘাঘরায়।