জুনের জায়গায় এবার কে?

West Bengal By Election: হাইভোল্টেজ মেদিনীপুরে ফের বিধানসভা উপনির্বাচন! জুন মালিয়ার জায়গায় এবার কে প্রার্থী?

পশ্চিম মেদিনীপুর: ফের মেদিনীপুরে নির্বাচন। কয়েক মাসের মধ্যে ফের ভোট দেবেন মেদিনীপুর বিধানসভার মানুষ। সেই প্রস্তুতি তুঙ্গে। শিয়রে বিধানসভা উপ নির্বাচন। মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর। স্বাভাবিকভাবে আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে। তৎপরতা শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল থেকে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। বর্তমান সাংসদ জুন মালিয়ার জয়ী প্রাক্তন বিধানসভা আসনে নির্বাচন হবে আগামী মাসে। দিন ঘোষণা হতেই কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দল।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা থেকে নির্বাচিত হয়েছে মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক জুন মালিয়া। স্বাভাবিকভাবেই বিধানসভা উপ নির্বাচন মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় নির্বাচন কমিশন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে টক্কর দিয়েছেন তারকা প্রার্থী জুন মালিয়া। লোকসভা নির্বাচনে ভালো সংখ্যক ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জুন মালিয়া। স্বাভাবিকভাবে তাঁর জয়ী বিধানসভা কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে। তাই ফের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী এক মাসের মধ্যে।

নির্বাচন কমিশনের তরফে দিন ধার্য হওয়ার পরেই ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রার্থী পদনিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কে লড়বেন সীমিত সময়ের জন্য, তা নিয়ে বারংবার বৈঠক করছে শাসক থেকে বিরোধীরা। মুখ্যমন্ত্রী নির্দেশে তারকা প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ে মেদিনীপুর আসনে জয় পেয়েছিলেন জুন মালিয়া। তবে ফের তাকে সাংসদ পদে মেদিনীপুর লোকসভা আসনে মনোনীত করে শাসক দল তৃণমূল। সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিলেন তিনি। এবার সেই হাই ভোল্টেজ আসনে নির্বাচন।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ৫ জনকে সিবিআই তলব! কারা তারা? শুনে চমকে যাবেন

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ১৮ অক্টোবর প্রকাশিত হবে গেজেট নোটিফিকেশন। এরপর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র জুড়ে লাগু হবে আচরণবিধি। ১৮ অক্টোবর থেকে ২৫অক্টোবর এর মধ্যে হবে মনোনয়ন পর্ব। স্বাভাবিকভাবে শাসক এবং বিরোধী দলে কারা ভোটে লড়বে তার দিকে তাকিয়ে রয়েছে জেলার মানুষ।

রঞ্জন চন্দ