উত্তর ছেঁকামারি

Bangla Video: হাতির হানায় বিপর্যস্ত উত্তর ছেঁকামারি সহ চারটি গ্রাম! নেই যৌথ বনসুরক্ষা কমিটি

আলিপুরদুয়ার: উত্তর ছেঁকামারি সহ চারটি গ্রামে নেই যৌথ বনসুরক্ষা কমিটি। জেলার বেশ কিছু গ্রাম বন্যপ্রাণীর হানায় বিপর্যস্ত। প্রতিদিন হাতির আক্রমণ লেগেই রয়েছে। এর ফলে অস্তিত্ব সংকটে মুখে গ্রামের বাসিন্দারা।

মাদারিহাট এলাকার চারপাশে ঘিরে রয়েছে জলদাপাড়ার জঙ্গল। হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী এলাকায় যাতায়াত নিত্যদিনের ঘটনা। মাদারিহাট এলাকার বাসিন্দারা এই ঘটনার সঙ্গে পরিচিত। কিন্তু মাদারিহাটের অন্যান্য এলাকায় যৌথ বন সুরক্ষা কমিটির তরফে কিছু না কিছু ব্যবস্থা করা হয়। তবে উত্তর ছেঁকামারি সহ চারটি গ্রামে যৌথ বনসুরক্ষা কমিটি না থাকার ফলে হাতির তান্ডব প্রতিহত করার কোনও ব্যবস্থা নেই এলাকায়।

আরও পড়ুন: পড়ুয়াদের একাগ্রতা বাড়াতে দাবা প্রতিযোগিতার উদ্যোগ জেলায়!

এলাকার বাসিন্দা রঞ্জিত সুব্বা জানান, হাতি রোজ আসে। কখনও একটি আবার কখনও দলে। এই এলাকায় চাষবাস হয়। যখন ফসল থাকে তখন ফসলের ক্ষেতে হানা দেয় হাতি। আর ফসল না পেলে এলাকাবাসীর বাড়ি ঘরে হানা দেয়।

বনভূমি কর্মাধক্ষ্য দীপ নারায়ণ সিনহা জানান, এই এলাকায় যৌথ বন সুরক্ষা কমিটির প্রয়োজন রয়েছে এবং তিনি এই বিষয়টি জেলাতে জানিয়েছেন পাশাপাশি, তিনি বনবিভাগের অধিকারিকদের সাথেও কথা বলেছেন।

অনন্যা দে