Anubrata Mondal: তুমুল জনপ্রিয়তা! সাতসকালে কেষ্টর কাছে ছুটে এলেন, কে এই ব্যক্তি? জানলে চোখ কপালে উঠবে

বীরভূম: এক সময় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নিয়ে হাতে খড়ি! সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের নকল করে মন কেড়েছে একাংশ মানুষের। নেটিজেনদের মনে সাড়া ফেলেছিল তাঁর ভিডিও। তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় দুই বছরের বেশি সময় তিহাড়ে জেলবন্দি ছিলেন। তাই এতদিন লাইনে ছিল মুকুল, মদন।

লালমাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলায় আজ থেকে দু-বছর আগে অনুব্রত মণ্ডলের নাম শুনলেই বাঘে গরুতে জল খেত এক ঘাটে।সেই অনুব্রত মণ্ডলের নকল করে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম তৈরি করেছিলেন সাজেদ খান। তবে প্রায় দুই বছর ধরে অনুব্রত মণ্ডল ছিলেন না বীরভূমে। আর যেহেতু অনুব্রত মণ্ডল ছিলেন না, তাই নিত্যনতুন জনপ্রিয় ডায়লগও শোনা যেত না। ফলে সেই ডায়লগ নকল করা হয়ে ওঠেনি সাজিদ খানের।

আরও পড়ুনঃ নতুন চমক! পুজোয় দেশ-বিদেশের যাত্রীদের উত্তরের পাহাড়-জঙ্গল ঘোরার সুযোগ, কীভাবে জানুন বিস্তারিত

এতদিন তার ভরসা ছিল মুকুল, মদন। অনুব্রত মণ্ডলের ‘গুড় বাতাসা’ থেকে শুরু করে মদন মিত্রের ‘কচি আম’। এই সমস্ত জনপ্রিয় ডায়লগ নকল করে নেটিজেনদের মন কেড়েছিল সাজেদ খান।একসময় সোশ্যাল মিডিয়া খুললেই সাজিদ খানের এই সমস্ত ভিডিও সাধারণ মানুষের নজর কাড়ত। অনুব্রত মণ্ডলের নকল করে যে সাজিদ খান একসময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠেছিলেন। সাজিদ জানান, “আজ গুরু বাড়ি ফিরেছে, তাই দেখা করতে এসেছি।’

আরও পড়ুনঃ রাজা-রানির মতো পুজো কাটাতে চান? ঘুরে আসুন ‘লুটেরা’র সেই রাজবাড়িতে, খরচও মধ্যবিত্তের নাগালে

অনুব্রত মণ্ডল মঙ্গলবার রাত ন’টা ২১ মিনিট নাগাদ তিহারের তিন নম্বর গেট থেকে বেরিয়ে আসেন। রাতেই দিল্লির বিমানবন্দর থেকে ভোর বেলায় পা রাখেন কলকাতায় তারপর কলকাতা থেকে সোজা পৌঁছে যান বোলপুরের নিচুপট্টির বাড়িতে। সকাল থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে দলের নেতৃত্বরা লম্বা লাইন দিয়েছিলেন। সেই লাইনেই ছিল জুনিয়র অনুব্রত ওরফে সাজেদ খান। তবে সারা রাত অনুব্রত মণ্ডল জার্নি করে আসায় তিনি বাড়িতে বিশ্রাম করছেন। তাই দেখা হয়নি আজ। দেখা না হওয়ায় কিছুটা দুঃখ থাকলেও দাদা বাড়ি ফিরেছে এটাতেই আনন্দ খুঁজে নিয়েছেন।

সৌভিক রায়