জলপাইগুড়ি: জলপাইগুড়িতেই এবার চিনের আমেজ। জলপাইগুড়িতে কালী পুজোয় বিগবাজেটের থিম পুজোর মধ্যে অন্যতম দাদাভাই ক্লাবের পূজো। প্রত্যেক বছরই নতুনত্ব থিম জলপাইগুড়িবাসীর নজর কাড়ে। এ বছরে দাদা ভাই ক্লাবের থিম চীনের বেজিং এর জনপ্রিয় বৌদ্ধমন্দির।
মন্ডপে প্রবেশের সময় দর্শকরা চিনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং বৌদ্ধ ধর্মের প্রভাব অনুভব করছেন তা স্পষ্ট। শিল্পীদের নিখুঁত কাজ মন জয় করেছে দর্শনার্থীদের। কেন এই ভাবনা? বিশ্বের দর্শনীয় স্থানগুলির মধ্যে চিনের এই বৌদ্ধ মন্দির অন্যতম। সকলের পক্ষে চিনে গিয়ে সেই মন্দির দর্শন সম্ভব নয়। সেই কথা মাথায় রেখেই এবছর দাদাভাই ক্লাব ও পাঠাগারের পূজো উদ্যোক্তারা এই থিম তুলে ধরেছেন জলপাইগুড়িতে।
আরও পড়ুনঃ IND vs NZ 3rd Test: ফের ব্যর্থ রোহিত-কোহলি! ওয়াংখেড়েতে প্রথম দিনেই চাপে টিম ইন্ডিয়া
আর্টিফিশিয়াল হলেও সামনে থেকে দেখে বোঝা মুশকিল আসল না নকল! তাই দর্শনার্থীদের ভিড় ও চোখে পড়ার মতো। ভিড় সামলাতে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। তবে শুধু মণ্ডপ সজ্জাই যে নজর কেড়েছে তা নয় মন্ডপের পাশাপাশি পাল্লা দিচ্ছে আলোক সজ্জাও।
সুরজিৎ দে