জল জমেছে গ্রামে

South 24 Parganas News: চারদিকে জল থইথই, খাওয়ার জল আনতে গেলে হতে হচ্ছে নাকাল, চরম দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের

কুলপি: জল জমার সমস্যা নিয়ে জেরবার করঞ্জলির কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দারা। এক দশকের বেশি সময় ধরে এই সমস্যা রয়েছে এলাকায়।কুলপি ব্লকের অন্তর্গত করঞ্জলি পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে আগে থেকেই প্রায় ২ কিলোমিটার মাটির রাস্তা আছে। জল পড়লেই সেই মাটির রাস্তা কাদা হয়ে যায়। সেই মাটির রাস্তা পেরিয়ে গ্রামের বাসিন্দারা যাতায়াত করত। কিন্তু নতুন করে জল নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায়, জল জমে যাচ্ছে গ্রামে।

সেই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষজনকে। যার ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে, অসুস্থ ব্যক্তি সবার অসুবিধা হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সুকেশ নস্কর জানিয়েছেন, অসুবিধার কথা সমস্ত জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি। দিনের পর দিন অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।

আরও পড়ুন – One Nation, One Election: কেন্দ্রের ছাড়পত্র ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এ মোদির গ্রিন সিগন্যালের পর এবার সংসদে পেশ হবে শীতকালীন অধিবেশনে

বাবলু হালদার নামের আরও এক বাসিন্দা জানিয়েছেন, জল জমে আছে গ্রামে। সেই জল পেরিয়ে খাবার জল আনতেও সমস্যা হচ্ছে। এ ব্যাপারে করঞ্জলি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও একাধিক সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

Nawab Mullick