কৌশিকী অমাবস্যার মেনে চলুন এই টোটকা 

Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ! দুঃসময় কাটিয়ে অর্থ, সুখ-সমৃদ্ধি ফিরবে জীবনে

এই অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিৎ। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে। সুস্মিতা গোস্বামী
এই অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিৎ। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে।
সুস্মিতা গোস্বামী
আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। এতেই ঘটবে মিরাক্কেল। আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে।বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। এতেই ঘটবে মিরাক্কেল। আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে।
বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
কৌশিকী অমাবস্যার দিন আমিষ খাবার এড়িয়ে চলা শ্রেয়। শাস্ত্রমতে, এদিন আমিষ খাবার খেলে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়ে। ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভাল। সুস্মিতা গোস্বামী
কৌশিকী অমাবস্যার দিন আমিষ খাবার এড়িয়ে চলা শ্রেয়। শাস্ত্রমতে, এদিন আমিষ খাবার খেলে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়ে। ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভাল।
সুস্মিতা গোস্বামী
এদিন সন্ধ্যা থেকে বাড়ির সদর দরজা বা মূল দরজার সামনে অন্ধকার করে রাখা উচিৎ নয়। প্রদীপ জ্বালতে হবে। যত বেশি প্রদীপ জ্বলবে, তত ভাল। সারা রাত জ্বালাতে পারলে অমঙ্গল কেটে গিয়ে জীবনে সুখ শান্তি বজায় থাকে। সুস্মিতা গোস্বামী
এদিন সন্ধ্যা থেকে বাড়ির সদর দরজা বা মূল দরজার সামনে অন্ধকার করে রাখা উচিৎ নয়। প্রদীপ জ্বালতে হবে। যত বেশি প্রদীপ জ্বলবে, তত ভাল। সারা রাত জ্বালাতে পারলে অমঙ্গল কেটে গিয়ে জীবনে সুখ শান্তি বজায় থাকে।
সুস্মিতা গোস্বামী
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভাল। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেয়। তাই বাড়িতে থাকাই শ্রেয়। সুস্মিতা গোস্বামী
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভাল। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেয়। তাই বাড়িতে থাকাই শ্রেয়।
সুস্মিতা গোস্বামী