অনুব্রত মণ্ডল 

জানেন, কত টাকার বন্ডে জামিন হল অনুব্রত মণ্ডলের?

বীরভূম: সিবিআইয়ের পর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকেলে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে গরু পাচার মামলায় বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

তিহাড় জেল থেকে তিনি মুক্ত হতে পারেন সামনের সপ্তাহে। কারণ এখনও বেশ কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে অনুব্রত মণ্ডলের। পুজোর আগেই বীরভূমে ফিরতে পারেন কেষ্ট। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত বীরভূমের তৃণমূল শিবির। জেলা নেতৃত্বের অনুমান, বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন তিনি।

আরও পড়ুন- শাকিবের মুখে দড়ি, ব্যাট করার সময় ক্রমাগত চিবোচ্ছেন সেটা, কাণ্ডটা কী, হল ফাঁস

২৪-এর নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্বাচনের পর বীরভূম ফিরবেন অনুব্রত। সামান্য দেরিতে হলেও তাঁর কথাই মিলে গেল। ভোট শেষ হওয়ার তিন মাসের মধ্যে, পুজোর আগে সিবিআই এবং ইডি – দুই মামলাতেই জামিন পেলেন তিনি।

শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে ১০ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেন বিচারক। সামনের সপ্তাহে তাঁর জেলমুক্তির সম্ভাবনা।

প্রসঙ্গত, ২০২২ সালে ১১ আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হবার পর প্রথমে আসানসোল সংশোধনগারে তারপর তিহার জেলে বন্দি ছিলেন।গ্রেফতারের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তে নেমে অনুব্রতর বিস্তর সম্পত্তির হদিশ পেয়েছিলেন।

আরও পড়ুন- পন্থ-গিলের জোড়া সেঞ্চুরি, ভারতের রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ

তাঁর আয়-ব্যয়ের মধ্যেও ছিল বিস্তর অসামঞ্জস্য। এই তদন্তে অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর দিয়েছিলেন গোয়েন্দারা। তার পর অনুব্রত মণ্ডলের এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের নামে যে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল সমস্ত সিজ করে দেওয়া হয়

সৌভিক রায়