মুম্বই ম্যাচ জিতে প্লে-অফের লক্ষ্যে আরও একধাপ এগোতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়ার-গৌতম গম্ভীরদের। তবে এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হবে কেকেআরকে। একটি পরিবর্তন অবশ্যম্ভাবী।

KKR News: আর সুযোগ নয়! আরসিবি ম্যাচে বাদ কেকেআর মহাতারকা? তৈরি ২ নতুন বিদেশী

অনেক আশা করে নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীির জানিয়েছিলেন দলের প্রধান এক্স ফ্যাক্টর হবেন স্টার্ক।
অনেক আশা করে নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীির জানিয়েছিলেন দলের প্রধান এক্স ফ্যাক্টর হবেন স্টার্ক।
কিন্তু মরশুমের প্রথম ৬ ম্যাচ হয়ে গেলেও একেবারেই কেকেআর ফ্যানেদের আশা পূরণ করতে পারেননি অজি স্পিড স্টার। একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ চূড়ান্ত ফ্লপ। অনেকেই বলছেন স্টার্কের কারণেই হারতে হয়েছে রাজস্থানের বিরুদ্ধে।
কিন্তু মরশুমের প্রথম ৬ ম্যাচ হয়ে গেলেও একেবারেই কেকেআর ফ্যানেদের আশা পূরণ করতে পারেননি অজি স্পিড স্টার। একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ চূড়ান্ত ফ্লপ। অনেকেই বলছেন স্টার্কের কারণেই হারতে হয়েছে রাজস্থানের বিরুদ্ধে।
এবার আইপিএলে আরসিবি ম্যাচের আগে পর্যন্ত স্টার্কের যা পরিসংখ্যান তা একবারও দেখলে মনে হবে না তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। ৬ ম্যাচে ২৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ইকোনমি রেট ১০.৫৫। সেরা বোলিং ২৮ রান দিয়ে ৩ উইকেট।
এবার আইপিএলে আরসিবি ম্যাচের আগে পর্যন্ত স্টার্কের যা পরিসংখ্যান তা একবারও দেখলে মনে হবে না তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। ৬ ম্যাচে ২৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ইকোনমি রেট ১০.৫৫। সেরা বোলিং ২৮ রান দিয়ে ৩ উইকেট।
রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচেও ৪ ওভারে ৫০ রান দিয়ে একটি উইকেট নিতে পারেননি স্টার্ক। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসিয়ে অন্য কোনও প্লেয়ারকে খেলানোর জোরাল দাবি তুলেছেন কেকেআর ফ্যানেদের একাংশ ও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচেও ৪ ওভারে ৫০ রান দিয়ে একটি উইকেট নিতে পারেননি স্টার্ক। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসিয়ে অন্য কোনও প্লেয়ারকে খেলানোর জোরাল দাবি তুলেছেন কেকেআর ফ্যানেদের একাংশ ও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
তাই জল্পনা তৈরি হয়েছে আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে স্টার্ককে বসিয়ে দলের অন্য কোনও বিদেশী প্লেয়ারকে খেলানো হবে কিনা। স্টার্কের বদলি হিসেবে কেকেআরে রয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা। এছাড়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
তাই জল্পনা তৈরি হয়েছে আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে স্টার্ককে বসিয়ে দলের অন্য কোনও বিদেশী প্লেয়ারকে খেলানো হবে কিনা। স্টার্কের বদলি হিসেবে কেকেআরে রয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা। এছাড়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
দুষ্মান্তা চামিরাও যথেষ্ট ভাল গতিতে বোলিং করে থাকেন। শ্রীলঙ্কার হয়ে নজরে কেড়েছেন। আর ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভাল। ফলে কেকেআরের ব্যাটিং শক্তিও আরও বাড়বে।
দুষ্মান্তা চামিরাও যথেষ্ট ভাল গতিতে বোলিং করে থাকেন। শ্রীলঙ্কার হয়ে নজরে কেড়েছেন। আর ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভাল। ফলে কেকেআরের ব্যাটিং শক্তিও আরও বাড়বে।
তবে দেখার বিষয় এটাই যে প্লপ হলেও স্টার্কের মত মহাতারকা দল থেকে বসানোর মত কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট নিতে পারে কিনা। না ফের অজি স্পিড স্টারেই ভরসা রাখেন চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীররা।
তবে দেখার বিষয় এটাই যে প্লপ হলেও স্টার্কের মত মহাতারকা দল থেকে বসানোর মত কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট নিতে পারে কিনা। না ফের অজি স্পিড স্টারেই ভরসা রাখেন চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীররা।