এবার ইরানে হামলা ইজরায়েলের

Iran-Israel: পাল্টা দেওয়ার সময় এসে গেল, এবার ইরানে হামলা ইজরায়েলের! নিশানায় আসলে যা, শুনেই চমকে উঠছে বিশ্ব

তেহেরান: এবার আসরে ইজরায়েল। দিন কয়েক আগেই ইরানের হামলার বিরুদ্ধে এবার পাল্টা প্রত্যাঘাত করল ইজরায়েল। জানা গিয়েছে, ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।

বদলা হিসেবে গত শনিবার ইজরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইজরায়েল। যদিও পাশে থাকলেও আমেরিকা ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইজরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইজরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ, শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল।

আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা

জানা গিয়েছে, একটি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত হেনেছে বলে এবিসি নিউজ জানিয়েছে। এছাড়া সিরিয়া ও ইরাকেও হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানি মিডিয়ার খবরে ইসফাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে। ইরান দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করেছে।

আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানে আছড়ে পড়ে বেশ কয়েকটি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরানের সংবাদ সংস্থা ‘ফার্স নিউজে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহান শহরে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও তার কারণ খোলসা করা হয়নি। বিশ্লেষকদের মতে, ইজরায়েলের হিটলিস্টে রয়েছে ইসাফাহান। কারণ, সেখানেই ইরানের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র রয়েছে। তেল আভিভের দাবি, শক্তি উৎপাদনের আড়ালে ওই কেন্দ্রগুলিতে পারমানবিক বোমা বানাচ্ছে তেহরান।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামাস্কাসে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইডিএফ। মৃত্যু হয় ১৩ জনের। নিহতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। পালটা ১৩ এপ্রিল ইজরায়েলকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণান্ত্র ছুড়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এবার পাল্টা আসরে ইজরায়েল।