KKR News: হারতেই কেকেআরের অন্দরে অশান্তি? বোমা ফাটালেন তারকা ক্রিকেটার! জানুন বিস্তারিত

টানা ৩ ম্যাচ জয়ের পর সিএসকের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর প্রথম হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ৭ উইকেটে হারের পারফর্ম কেকেআরের পারফরম্যান্স নিয়ে চলছে নানা কাটাচেরা।
টানা ৩ ম্যাচ জয়ের পর সিএসকের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর প্রথম হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ৭ উইকেটে হারের পারফর্ম কেকেআরের পারফরম্যান্স নিয়ে চলছে নানা কাটাচেরা।
এরই মধ্যে কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর করা একটি মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে আরও এক জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি একটি ম্যাচ হারের পরই কেকেআর শিবিরের অন্দরে লেগে গিয়েছে অশান্তি?
এরই মধ্যে কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর করা একটি মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে আরও এক জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি একটি ম্যাচ হারের পরই কেকেআর শিবিরের অন্দরে লেগে গিয়েছে অশান্তি?
সিএসকের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য ঘুরিয়ে কোচ ও অধিনায়কের কোর্টেই বল ঠেলেছেন বরুণ চক্রবর্তী। তিনি বলেছেন,"পিচ না বুঝতে পারার খেসারত দিতে হয়েছে আমাদের। এই উইকেটে ১৬০ রান তুলতে পারলেই লড়াই করা যেত। পিচে বাউন্স খুব কম। তা আমাদের বোঝা উচিত ছিল।"
সিএসকের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য ঘুরিয়ে কোচ ও অধিনায়কের কোর্টেই বল ঠেলেছেন বরুণ চক্রবর্তী। তিনি বলেছেন,”পিচ না বুঝতে পারার খেসারত দিতে হয়েছে আমাদের। এই উইকেটে ১৬০ রান তুলতে পারলেই লড়াই করা যেত। পিচে বাউন্স খুব কম। তা আমাদের বোঝা উচিত ছিল।”
এছাড়া বরুণ চক্রবর্তী আরও বলেন,"আমাদের প্রথমে পিচ দেখে মনে হয়েছিল পাটা ব্যাটিং উইকেট। কিন্তু পরে পিচ সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। এছাড়া রাতের দিকে কুয়াশার কারণে বল গ্রিপ করতেও সমস্যা হচ্ছিল আমাদের। পিচ বুঝতে পারলে এমনটা হত না।"
এছাড়া বরুণ চক্রবর্তী আরও বলেন,”আমাদের প্রথমে পিচ দেখে মনে হয়েছিল পাটা ব্যাটিং উইকেট। কিন্তু পরে পিচ সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। এছাড়া রাতের দিকে কুয়াশার কারণে বল গ্রিপ করতেও সমস্যা হচ্ছিল আমাদের। পিচ বুঝতে পারলে এমনটা হত না।”
প্রসঙ্গত, আমরা সকলেই জানি যে পিচ বোঝার দায়িত্ব থাকে কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নাম না করে কী এদের ঘাড়েই দোষ ঠেলতে চেয়েছেন বরুণ? উঠছে সেই প্রশ্ন। যদিও নিজের ঘাড়েও দোষ নিয়েছেন তিনি। একই সঙ্গে দলের ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর স্পিনার।
প্রসঙ্গত, আমরা সকলেই জানি যে পিচ বোঝার দায়িত্ব থাকে কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নাম না করে কী এদের ঘাড়েই দোষ ঠেলতে চেয়েছেন বরুণ? উঠছে সেই প্রশ্ন। যদিও নিজের ঘাড়েও দোষ নিয়েছেন তিনি। একই সঙ্গে দলের ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর স্পিনার।