স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও। তবে কেকেআর ম্যানেজমেন্ট স্টার্ককে বসাতে রাজি নয়।

KKR News: উইকেট পেতেই মুখ খুললেন ২৫ কোটির স্টার্ক! বড় কথা বলে দিলেন কেকেআর তারকা

আইপিএল ২০২৪-এর শুরুটা একেবারেই ভাল হয়নি কেকেআরের প্রায় ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের। প্রথম ২ ম্যাচে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছিলেন অজি স্পিড স্টার।
আইপিএল ২০২৪-এর শুরুটা একেবারেই ভাল হয়নি কেকেআরের প্রায় ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের। প্রথম ২ ম্যাচে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছিলেন অজি স্পিড স্টার।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার পর মিচেল স্টার্কের এমন পারফরম্যান্স হতাশ করেছিল কেকেআর ফ্যানেদের। এমনকী স্টার্ককে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিল ফ্যানেদের একাংশ।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার পর মিচেল স্টার্কের এমন পারফরম্যান্স হতাশ করেছিল কেকেআর ফ্যানেদের। এমনকী স্টার্ককে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিল ফ্যানেদের একাংশ।
তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তারকা পেসার। উইকেটের তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার  ও মিচেল মার্শের নাম।
তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তারকা পেসার। উইকেটের তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের নাম।
উইকেট পেয়েই মুখ খুলেছেন মিচেল স্টার্ক। বলেছেন,"এটা ঠিক যে যেমন চেয়েছিলাম আইপিএলের শুরুটা তেমন হয়নি। তবে টি-২০ ক্রিকেটে ভাগ্যেরও দরকার হয়। যেভাবে কিছু ম্যাচে রান উঠছে বোলারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়।"
উইকেট পেয়েই মুখ খুলেছেন মিচেল স্টার্ক। বলেছেন,”এটা ঠিক যে যেমন চেয়েছিলাম আইপিএলের শুরুটা তেমন হয়নি। তবে টি-২০ ক্রিকেটে ভাগ্যেরও দরকার হয়। যেভাবে কিছু ম্যাচে রান উঠছে বোলারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়।”
এছাড়াও কেকেআরের স্পিড স্টার বলেছেন,"টি২০ ক্রিকেটে খারাপ পারফরম্যান্সের হতাশা থেকে দ্রুত বেরিয়ে আসতে হয়। কারণ পরপর ম্যাচ। দিল্লি ম্যাচে কিছুটা ছন্দে ফিরে ভাল লাগছে। আগামীতে এটা ধরে রাখাই লক্ষ্য।"
এছাড়াও কেকেআরের স্পিড স্টার বলেছেন,”টি২০ ক্রিকেটে খারাপ পারফরম্যান্সের হতাশা থেকে দ্রুত বেরিয়ে আসতে হয়। কারণ পরপর ম্যাচ। দিল্লি ম্যাচে কিছুটা ছন্দে ফিরে ভাল লাগছে। আগামীতে এটা ধরে রাখাই লক্ষ্য।”