শাহরুখ খান কেকেআর দল কেনেন কার কথায়? নামটা শুনলে চমকে যাবেন, গ্যারান্টি

কলকাতা: কেকেআর এবার চ্যাম্পিয়ন! প্রাক্তন তারকাদের মধ্যে অনেকেই বলেছেন এমন কথা। তাঁদের যুক্তি, গৌতম গম্ভীরের মতো মেন্টর এবার ফ্য়াক্টর হতে পারেন।

কেকেআর ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন হবেন কি না বলা মুশকিল। তবে কেকেআর হারুক বা জিতুক, দলের পাশে শাহরুখ খান যে থাকবেন তাতে কোনও সন্দেহ নেই। তিনি বরাবর দলের পাশে থেকেছেন। তা সে ভাল সময়ে হোক বা খারাপ।

শাহরুখ খানের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সম্প্রতি। জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা  হঠাৎ করেই শাহরুখকে প্রশ্ন করেন, আপনি মুম্বইয়ের বাসিন্দা হয়ে আইপিএলে কলকাতার দল কিনলেন কেন?

আরও পড়ুন- আইপিএল থেকে ছিটকে যাবে ‘এই’ দল! প্লে-অফের আগে বিদায়! বিরাট সম্ভাবনা

এই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, খুবই সহজ এবং সাধারণ কারণটা। দিল্লিতে কোনও অনুষ্ঠান হলেই বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয়। তুমিও সেটা দেখছো নিশ্চয়ই। ফলে দিল্লির স্টেডিয়াম থেকে তেমন উপার্জনই হয় না। আর ওয়াংখেড়েতে আমার ঢুকতে বাধা। তাই আমি যেখানে আমি মমতা পেয়েছি, সেখানেই চলে গিয়েছি।’

শাহরুখ কি তবে কথায় কথায় বুঝিয়ে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্রাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন! যদিও কিং খান সরাসরি কিছুই বলেননি।

আরও পড়ুন- শাহরুখের পাশে বসা সুন্দরী কে? কেকেআর ম্যাচে ‘রহস্য’! কিং খানের কাছের মানুষ

প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কেনেন শাহরুখ। তার পর থেকে যে কোনও সময় দলের পাশে থেকেছেন তিনি।  ২০১২ ও ২০১৪ সালে দুইবার আইপিএল জিতেছে কেকেআর। উল্লেখ্য,  ৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতেছে কেকেআর। সেই ম্যাচে হাজির ছিলেন শাহরুখ খান।