KKR News: লখনউ ম্যাচে বাদ কেকেআর মহাতারকা! তার বদলে খেলবে নতুন বিদেশী? জানুন বিস্তারিত

প্রথম ৩টি ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করলেও চতুর্থ ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সিএসকের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
প্রথম ৩টি ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করলেও চতুর্থ ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সিএসকের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
আগামী রবিবার বাংলা নববর্ষের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইটরা। তবে এক তারকা ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে চিন্তা কিছুতেই কমছে না কেকেআর শিবিরের।
আগামী রবিবার বাংলা নববর্ষের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইটরা। তবে এক তারকা ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে চিন্তা কিছুতেই কমছে না কেকেআর শিবিরের।
আর সেই ক্রিকেটারের নাম হল মিচেল স্টার্ক। আইপিএল নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অজি স্পিড স্টারকে কিনেছিল কেকেআর। কিন্তু মরশুমের প্রথম ৪ ম্য়াচের পর স্টার্কের পারফরম্যান্সে ফ্যানেরা হতাশ। উঠেছে স্টার্ককে বাদ দেওয়ার দাবিও।
আর সেই ক্রিকেটারের নাম হল মিচেল স্টার্ক। আইপিএল নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অজি স্পিড স্টারকে কিনেছিল কেকেআর। কিন্তু মরশুমের প্রথম ৪ ম্য়াচের পর স্টার্কের পারফরম্যান্সে ফ্যানেরা হতাশ। উঠেছে স্টার্ককে বাদ দেওয়ার দাবিও।
প্রথম দুই ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান দিয়েছিলেন স্টার্ক। তৃতীয় ম্য়াচে দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ২৫ রান ২ উইকেট নিয়েছিলেন স্টার্ক। যদিও সেই ম্যাচে ২৭২ রানের পাহাড়প্রমাণ চাপ ছিল দিল্লির ব্যাটারদের উপর। সিএসকের বিরুদ্ধে ৩ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি স্টার্ক।
প্রথম দুই ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান দিয়েছিলেন স্টার্ক। তৃতীয় ম্য়াচে দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ২৫ রান ২ উইকেট নিয়েছিলেন স্টার্ক। যদিও সেই ম্যাচে ২৭২ রানের পাহাড়প্রমাণ চাপ ছিল দিল্লির ব্যাটারদের উপর। সিএসকের বিরুদ্ধে ৩ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি স্টার্ক।
৪ ম্যাচে ১৪ ওভার বল করে ১৫৪ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন অজি স্পিড স্টার। এলএসজির বিরুদ্ধে ম্যাচে স্টার্ককে খেলানো হবে কিনা এখন সেটাই দেখার। স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও।
৪ ম্যাচে ১৪ ওভার বল করে ১৫৪ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন অজি স্পিড স্টার। এলএসজির বিরুদ্ধে ম্যাচে স্টার্ককে খেলানো হবে কিনা এখন সেটাই দেখার। স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও।
যদিও মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মত বোলার জানেন। আরও কিছু ম্যাচ তাঁকে সুযোগ দিতে চান কেকেআর কর্তৃপক্ষ।
যদিও মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মত বোলার জানেন। আরও কিছু ম্যাচ তাঁকে সুযোগ দিতে চান কেকেআর কর্তৃপক্ষ।