নন্দীগ্রামে সায়ন ব্যানার্জী 

Lok Sabha Election 2024: নন্দীগ্রামে প্রচারের মাঝে কলেজ ছাত্রীর অভিনব উপহার সায়নকে

পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বেশি প্রচারের ঝড় তুলছে প্রতিটি দল। সকাল থেকে রাত্রি কোনও সময়ই ভোটের প্রচার বাদ যাচ্ছে না। এমনকি উৎসবের দিনগুলোতেও প্রচার ও জনসংযোগ কর্মসূচি জারি রেখেছেন প্রার্থীরা। শুক্রবার নন্দীগ্রামে সকাল থেকে জনসংযোগ ও প্রচার অভিযান চলে তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন ব্যানার্জীর। নন্দীগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জনসংযোগ, প্রচার ও পথসভা করেন তিনি। আর এই প্রচার চলাকালীন অভিনব উপহার পেলেন তরুণ বাম নেতা ও আইনজীবী সায়ন।

আর‌ও পড়ুন: রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত যুবককে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন বিদায়ী সাংসদ

২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের জোর কদমে প্রচার। রাজ্য রাজনীতির পালাবদলের ইতিহাস লেখা নন্দীগ্রামকে এবারের নির্বাচনে বাড়তি গুরুত্ব দিয়েছে বামেরা। এই নন্দীগ্রাম থেকেই আবারও রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় বামেরা। এবার লোকসভা নির্বাচনে বারে বারে নন্দীগ্রামে প্রচারে আসছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন ব্যানার্জী। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রচার করতে দেখা যাচ্ছে বাম নেতাকর্মীদের। ১২ এপ্রিল শুক্রবার নন্দীগ্রামের ভেটুরিয়া সিদ্ধেশ্বর বাজার থেকে প্রচার মিছিল ও জনসংযোগ শুরু করেন সায়ন ব্যানার্জী সহ বাম নেতৃত্বরা। আর সেখানেই এক কলেজ ছাত্রী অভিনব উপহার তুলে দেন সায়নের হাতে।

নন্দীগ্রাম কলেজের প্রথম বর্ষের ছাত্রী সৃজনী সাহু বামেদের প্রচার চলাকালীন হাজির হন সেখানে। সেখানে নিজের আঁকা সায়ন ব্যানার্জীর প্রতিকৃতি তুলে দেন এই তরুণ প্রার্থীর হাতে। এমন উপার্বে দৃশ্য তৈরি খুশি হয়েছেন সায়ন। তাঁকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে একটা উদ্দীপনা নজরে পড়ছে।

সৈকত শী