ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে সহকারী কোচ হিসাবে যোগ দিচ্ছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন ডেস্কটে।

Gautam Gambhir: টিম ইন্ডিয়ার কোচ হওয়া পাকা গম্ভীরের? আইপিএল ফাইনালের পর জয় শাহের সঙ্গে আলোচনা! তুঙ্গে জল্পনা

চেন্নাই: আইপিএল ফাইনালের রাতেই ফের একবার ভারতী দলের পরবর্তী কোচের নাম গৌতম গম্ভীর কিনা তা নিয়ে জল্পনা বাড়ল। আইপিএলে মেন্টর হিসেবে কেকেআরের ফিরেই দলকে চ্যাম্পিয়ন করেছেন গৌতি। মাঠে একদিকে যখন কেকেআরের প্লেয়াররা ১০ বছর পর আইপিএল জয়ের উৎসবে মত্ত। ঠিক তখনই মাঠের এক কোণায় অন্য দৃশ্য। যা ভারতীয় দলের পরবর্তী কোচের নাম নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

আইপিএল ফাইনাল শেষে মাঠের এক ধারে বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় গৌতম গম্ভীরকে। সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিন্নীও। তাঁর সঙ্গেও আলোচনা করতে দেখা যায় গৌতম গম্ভীরকে। এই দৃশ্য সামনে আসার পরই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার কথা গম্ভীরের সঙ্গে পাকা করে ফেললেন জয় শাহ ও রজার বিন্নী।

প্রসঙ্গত, আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের হিসেবে মেয়াদ শেষ হবে রাহুল দ্রাবিড়ের। সূত্রের, খবর আর মেয়াদ বাড়িতে আগ্রহী নন তিনি। ইতিমধ্যেই নতুন কোচের পদে আবদনের জন্য বিজ্ঞাপনও দিয়েছে বিসিসিআই। সেই আবেদন করার শেষ তারিখ ২৭ মে। ২৬ মে পর্যন্ত গৌতম গম্ভীর কোচের পদের জন্য আবেদন করেননি বলে গম্ভীরের ঘনিষ্ঠ সূত্রের দাবি। এবার আইপিএল ফাইনালের পর জয় শাহ ও রজার বিন্নীর সঙ্গে আলোচনার গম্ভীর আবেদন করেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুনঃ KKR vs SRH IPL 2024 Final: চ্যাম্পিয়ন কেকেআরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, করলেন ভবিষ্যতের সাফল্য কামনা

সম্প্রতি ‘দৈনিক জাগরণ’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ভারতীয় দলের কোচের প্রস্তাব মনে ধরেছে গম্ভীরের। তিনি ভাবনা চিন্তা করার আগে শাহরখ খানের সঙ্গে আলোচনা করতে চান। যদিও ভারতীয় দলের কোচ হওয়ার প্রসঙ্গে এখনও প্রকাশ্যে কোনওরকম প্রতিক্রিয়া দেননি গৌতম গম্ভীর।