প্রাচীন নিশিপদ্ম গাছ

North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!

বসিরহাট: বসিরহাট প্রাচীন সময়ের যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশিপদ্ম গাছ। যার নাইট ক্যুইন’ খুবই সহজ একটি নাম। আর এই নামটি শুনে সহজেই অনুমান করা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি। ইছামতীর তীরে বসিরহাট শহরে সেতুর কোলঘেঁষে দেখা মিলবে এই গাছের। নিশিপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দূর্লভ। এক কথায় নদীর নাম ইছামতী, শহরের নাম বসিরহাট। বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমাহাদেশে বিরল প্রাজাতির এই গাছের।

আরও পড়ুন: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর…? কোথায়…? চোখের জলে কাকুতি মিনতি বাবার!

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের দফতর ও বসিরহাটের ইছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল ঘেঁষে দেখা মিলবে। বসিরহাট শহর এ গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীনদের মধ্যে অনেকেই। ইছামতি নদীর উপর গড়ে ওঠা সেতুটির আকার অনেকটা ইংরেজি এইচ অক্ষরের মতো করতে হয়েছিল।

আরও পড়ুন:  মথুরাপুরের সঙ্গে জুড়ল চৈতন্য মহাপ্রভুর নাম, ইতিহাস আজও ফিসফিস করে কথা বলে

বিরল এই নিশিপদ্ম গাছটিকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতেই সেতুর এমন আকার করা হয়েছিল বলে জানা যায়। যদিও আম্ফন ঝড়ে গাছটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসিরহাটের ঐতিহ্যের জানান দেয়। বসিরহাট সেতু তৈরির সময়ে গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলেও গাছটি ভগ্নাপ্রায় হতে চলেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণের দাবি জানিয়েছেন।

জুলফিকার মোল্যা