সাধারণ জ্ঞানের ভাণ্ডার যে কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝা মুশকিল। এই জ্ঞানের ভাণ্ডারে যেমন রয়েছে নানা ধরণের শিক্ষামূলক তথ্য তেমনই থাকে নানা মজাদার ইনফরমেশন যা আমাদের চোখের সামনে থাকলেও বেশিরভাগেরই অজানা।

Knowledge: আইফোনের ‘i’ এর মানে কী বলুন দেখি…? iPhone ব্যবহারকারীরাও ফেল! আজ আপনার পালা

সাধারণ জ্ঞানের ভাণ্ডার যে কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝা মুশকিল। এই জ্ঞানের ভাণ্ডারে যেমন রয়েছে নানা ধরণের শিক্ষামূলক তথ্য তেমনই থাকে নানা মজাদার ইনফরমেশন যা আমাদের চোখের সামনে থাকলেও বেশিরভাগেরই অজানা।
সাধারণ জ্ঞানের ভাণ্ডার যে কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝা মুশকিল। এই জ্ঞানের ভাণ্ডারে যেমন রয়েছে নানা ধরণের শিক্ষামূলক তথ্য তেমনই থাকে নানা মজাদার ইনফরমেশন যা আমাদের চোখের সামনে থাকলেও বেশিরভাগেরই অজানা।
আর এই সমস্ত প্রশ্ন ও তার উত্তরই দেশজুড়ে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসেবে প্রায়ই উঠে আসে পরীক্ষা পত্রে। আজ এই প্রতিবেদনে এমনই এক প্রশ্ন ও তাঁর উত্তর নিয়ে আলোচনা করা হবে যা খুবই সাধারণ কিন্তু আপনিও হয়তো জানেন না এর সঠিক উত্তর।
আর এই সমস্ত প্রশ্ন ও তার উত্তরই দেশজুড়ে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসেবে প্রায়ই উঠে আসে পরীক্ষা পত্রে। আজ এই প্রতিবেদনে এমনই এক প্রশ্ন ও তাঁর উত্তর নিয়ে আলোচনা করা হবে যা খুবই সাধারণ কিন্তু আপনিও হয়তো জানেন না এর সঠিক উত্তর।
স্মার্টফোন আজকাল সবারই প্রায় হাতে হাতে। প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরই স্বপ্ন থাকে আইফোন ব্যবহার করার। কারণ স্মার্টফোনের দুনিয়ায় এর আলাদাই কদর।
স্মার্টফোন আজকাল সবারই প্রায় হাতে হাতে। প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরই স্বপ্ন থাকে আইফোন ব্যবহার করার। কারণ স্মার্টফোনের দুনিয়ায় এর আলাদাই কদর।
আইফোন তার উন্নত কর্মক্ষমতা এবং শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তির জন্য পরিচিত। গ্যাজেট যাঁরা ভালবাসেন তেমন ব্যক্তিরা আইফোনের প্রতি এতটাই দুর্বল যে এই ফোনটি কিনতে লাখ লাখ টাকাও ব্যয় করে ফেলেন তাঁরা।
আইফোন তার উন্নত কর্মক্ষমতা এবং শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তির জন্য পরিচিত। গ্যাজেট যাঁরা ভালবাসেন তেমন ব্যক্তিরা আইফোনের প্রতি এতটাই দুর্বল যে এই ফোনটি কিনতে লাখ লাখ টাকাও ব্যয় করে ফেলেন তাঁরা।
কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আইফোনে ‘i’ মানে কী? আপনার উত্তর যদি হয় ‘আমি’ তাহলে আপনি একেবারেই ভুল। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নিই কেন আইফোনে ‘i’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এর আসল সঠিক উত্তরই বা কী?
কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আইফোনে ‘i’ মানে কী? আপনার উত্তর যদি হয় ‘আমি’ তাহলে আপনি একেবারেই ভুল। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নিই কেন আইফোনে ‘i’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এর আসল সঠিক উত্তরই বা কী?
অনেকেই আইফোন পছন্দ করেন, কিন্তু খুব কম মানুষই আছেন যাঁরা আইফোনের অর্থ জানেন। এই প্রতিবেদনে আইফোনের ‘i’ এর অর্থ কী তা নিয়েই জেনে নেওয়া যাক সবটা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শুধু আইফোন নয়, অ্যাপলের অন্যান্য পণ্য যেমন iMac, iPod, iTunes, iPad-এও i আছে।
অনেকেই আইফোন পছন্দ করেন, কিন্তু খুব কম মানুষই আছেন যাঁরা আইফোনের অর্থ জানেন। এই প্রতিবেদনে আইফোনের ‘i’ এর অর্থ কী তা নিয়েই জেনে নেওয়া যাক সবটা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শুধু আইফোন নয়, অ্যাপলের অন্যান্য পণ্য যেমন iMac, iPod, iTunes, iPad-এও i আছে।
প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ১৯৯৮ সালে একটি অ্যাপল ইভেন্টে iMac প্রবর্তন করেন, ‘i’ এবং ‘Mac’ এর মধ্যে লিঙ্ক ব্যাখ্যা করে তিনি বলেছিলেন যে iMac-এ ব্যবহৃত i মানে ইন্টারনেট। এরপর থেকে ইন্টারনেট ছাড়াও, অ্যাপল পণ্যগুলিতে i মানে ব্যক্তি, তথ্য, স্বতন্ত্র নির্দেশ, তথ্য এবং অনুপ্রেরণা হিসাবে সংজ্ঞায়িত করা শুরু হয়।
প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ১৯৯৮ সালে একটি অ্যাপল ইভেন্টে iMac প্রবর্তন করেন, ‘i’ এবং ‘Mac’ এর মধ্যে লিঙ্ক ব্যাখ্যা করে তিনি বলেছিলেন যে iMac-এ ব্যবহৃত i মানে ইন্টারনেট। এরপর থেকে ইন্টারনেট ছাড়াও, অ্যাপল পণ্যগুলিতে i মানে ব্যক্তি, তথ্য, স্বতন্ত্র নির্দেশ, তথ্য এবং অনুপ্রেরণা হিসাবে সংজ্ঞায়িত করা শুরু হয়।
এরপরে ক্রমশ বাজারে আসে আইফোন। ২০০৭ সালে যখন আইফোন ঘোষণা করা হয়েছিল, তখন এর তিনটি প্রধান অংশের মধ্যে একটি মিউজিক, ফোন কল আর ইন্টারনেট যোগাযোগ বৈশিষ্ট্য আনা হয়েছিল, যা ইন্টারনেটের মূল উদ্দেশ্যের সঙ্গে ‘i’-কে সংযুক্ত করে।
এরপরে ক্রমশ বাজারে আসে আইফোন। ২০০৭ সালে যখন আইফোন ঘোষণা করা হয়েছিল, তখন এর তিনটি প্রধান অংশের মধ্যে একটি মিউজিক, ফোন কল আর ইন্টারনেট যোগাযোগ বৈশিষ্ট্য আনা হয়েছিল, যা ইন্টারনেটের মূল উদ্দেশ্যের সঙ্গে ‘i’-কে সংযুক্ত করে।
২০০৭ সালে আইফোন লঞ্চ করার পর অ্যাপল কোম্পানি এখনও পর্যন্ত আইফোন, আইপ্যাড, আইপডের অনেক মডেল লঞ্চ করেছে। প্রসঙ্গত, এই বছরের সেপ্টেম্বরেই iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে যা ইতিমধ্যেই বাজার কাঁপাচ্ছে।
২০০৭ সালে আইফোন লঞ্চ করার পর অ্যাপল কোম্পানি এখনও পর্যন্ত আইফোন, আইপ্যাড, আইপডের অনেক মডেল লঞ্চ করেছে। প্রসঙ্গত, এই বছরের সেপ্টেম্বরেই iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে যা ইতিমধ্যেই বাজার কাঁপাচ্ছে।
যাইহোক, আপনারা তো জেনেই গেলেন আইফোন এর আই অক্ষরটির আসল অর্থ কী? এবার আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন আপনার বন্ধু বা পরিবারেরই কজন এই প্রশ্নের উত্তর আদৌ জানেন।
যাইহোক, আপনারা তো জেনেই গেলেন আইফোন এর আই অক্ষরটির আসল অর্থ কী? এবার আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন আপনার বন্ধু বা পরিবারেরই কজন এই প্রশ্নের উত্তর আদৌ জানেন।