আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ, ব্যবসা-বাণিজ্য Kojagari Lakshmi Puja Market Price: লক্ষ্মীপুজোর দিন ফলের বাজারে আগুন, হাত পুড়ছে ক্রেতাদের Gallery October 16, 2024 Bangla Digital Desk লক্ষী পুজোর বাজারে মহার্ঘ কমলালেবু। এমনিতেই ফলের বাজারে আগুন। তারমধ্যে একটি কমলালেবুর দাম শুনেই মাথায় হাত পড়ছে ক্রেতাদের। আলিপুরদুয়ার জেলার কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারা, আলিপুরদুয়ার বাজারে একটি কমলালেবু বিক্রি হচ্ছে ১৫ টাকায়। শরৎকালেই হালকা শীতের আভাষ দিতে শুরু হয়েছে জেলায়। ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে জেলাজুড়ে। একটু বেশি রাতের দিকে রাস্তায় হালকা কুয়াশা দেখা যায়। বলা যেতে পারে লক্ষ্মী পুজো মিটলে একটু হলেও বাড়তে পারে শীতের দাপট। শীতের আগমনের আগেই বাজারে চলে এসেছে কমলালেবু। যদিও রং ধরেনি লেবুর। বোঝাই যায় পরিণত হওয়ার আগে সেগুলিকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। এদিকে লক্ষ্মী পুজোর আগে কমলালেবু বাজারে দেখে মুখ ফিরিয়ে নিতেও পারছেন না ক্রেতারা। বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে ক্রয় করতে হচ্ছে কমলালেবু। এই বিষয়ে ফল ব্যবসায়ী মিঠুন দাস জানান, “কমলালেবু বাইরের থেকে আনা হয়না, জেলার বক্সা থেকে আনা হয়েছে। তাই বলে খুব একটা অপরিণত নয়, মিষ্টি হবে খেতে। সময়ের আগে চলে আসায় দামটা বেশি রাখা হয়েছে।” শুধু এই ফল নয়,সব ফলের দাম আকাশছোঁয়া,মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার উপক্রম। বুধবার ও বৃহস্পতিবার লক্ষী পুজো, এবছর দুদিন লক্ষী পুজো।আর পুজোর বাজারে বিশেষ করে ফলের দোকানে গেলেই বাজেটের বাইরে টাকা খরচ হয়ে যাচ্ছে ক্রেতাদের। আপেল ১৫০ টাকা কেজি, কমলা একটা ১৫টাকা, আখ একটা পঞ্চাশ টাকা, নারকেল একটা ৬০টাকা দাম নিচ্ছেন ব্যবসায়ীরা বলে জানা যায়। (তথ্য – অনন্যা দে)